জাপানের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অধিক হারে বিদেশী শিক্ষার্থী ভর্তির পরিকল্পনা করছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। আন্তর্জাতিক মান অর্জন এবং আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্যই এমন পরিকল্পনা করা হচ্ছে বলে খবর প্রকাশ করেছে জাপান নিউজ।

তাদের প্রতিবেদনে বলা হয়, আগামী গ্রীষ্মে বিদেশী শিক্ষার্থীদের সিট বাড়ানোর জন্য জাপানের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নোটিশ পাঠাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের টিউশন ফি নির্ধারণের ক্ষেত্রে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আরও বেশি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়ার কথা ভাবছে দেশটি। ফলে ২০ শতাংশ পর্যন্ত টিউশন ফি বাড়তে পারে বলে মতামত দেশটির বিশেষজ্ঞদের।

জাপানের শিক্ষা মন্ত্রণালয় প্রত্যাশা করছে, নোটিশটি জারি হলে দেশটির সরকারি বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী আসার পরিমাণ বাড়বে। তাদের প্রত্যাশা, এই সুযোগ বিশ্বের নানা দেশের মেধাবী শিক্ষার্থীদের আকৃষ্ট করবে। ফলে তাদের দেশে উন্নতমানের গবেষণা হবে ও উদ্ভাবন বৃদ্ধি পাবে। যা তাদের বিশ্ববিদ্যালয়গুলোর মান উন্নয়নে কাজ করবে ও দেশটির অর্থনীতি সমৃদ্ধ হবে।

ফিচার বিজ্ঞাপন

Cairo, Alexandria & Sharm El Sheikh 6D/5N

মূল্য: 57,900 Taka

Kandy- Negombo & Colombo 5D/4N

মূল্য: 27,900 Taka

USA Visa (Private Job Holder)

মূল্য: 5,000 Taka

জাপানের সরকার ২০২৩ সালের মধ্যে দেশটির অন্তত ১০টি বিশ্ববিদ্যালয়কে পৃথিবীর সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নিয়ে আসার পরিকল্পনা করছে। উল্লেখ্য, শিক্ষাঙ্গন ভিত্তিক ব্রিটিশ ম্যাগাজিন ‘টাইমস হাইয়ার এডুকেশন’ এর প্রকাশিত র‍্যাংকিং অনুযায়ী বিশ্বের সেরা ২০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় আছে জাপানের দুইটি বিশ্ববিদ্যালয়।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনুন

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনু...



৩১২ বার পড়া হয়েছে