করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে কার্যকরী সিদ্ধান্ত গ্রহণের দাবিতে দ্বিতীয় দিনের মতো প্রতীকী ক্লাস নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু ।
রবিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের করিডরে ক্লাস নেন তিনি। এ সময় বিভিন্ন বিভাগের ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রতীকী ক্লাসে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের শিক্ষার্থী ইয়াসির আরাফাত বর্ণ বলেন, আমরা চাই, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হোক। বিশ্ববিদ্যালয় খোলার মাধ্যমে জ্ঞানতাত্ত্বিক এবং গবেষণাগত প্রক্রিয়া আবার চালু হোক। যাতে এই জ্ঞানতাত্ত্বিক এবং গবেষণাগত উদ্ভাবনের মধ্য দিয়ে, মহামারির কারণে যে বায়োলজিক্যাল, অর্থনৈতিক ও সামাজিক ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলো যেনো দ্রুত কাটিয়ে উঠতে পারি।
এ সময় জামাল উদ্দিন রুনু বলেন, বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সরকারের আন্তরিকতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ইতিমধ্যে অনলাইনে ক্লাস ও পরীক্ষা নিয়ে অনুভব করতে পেরেছি, অনলাইনে ভালোভাবে পাঠদান করা সম্ভব না। আবার পরীক্ষা পদ্ধতিতেও একটা বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। এসব সমস্যা সমাধানের জন্য অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে ক্লাস-পরীক্ষা সশরীরে নেওয়া উচিৎ।
ফিচার বিজ্ঞাপন
Moscow, Novosibirsk ,Irkutsk & St.Petersburg 9D/8N
চায়না ভিসা (বিজনেসম্যান)
শেনজেন ভিসা প্রসেসিং (বিজনেসম্যান)
এর আগে, গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে প্রতীকী ক্লাস নিয়েছিলেন দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
শক্তিশালী ইলেকট্রিক গ্রাইন্ডারের দাম জেনে নিন১৫০ বার পড়া হয়েছে