জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) কোর্সে ভর্তির সংশোধিত সূচি প্রকাশ করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী আগামী ৮ থেকে ১২ ডিসেম্বর ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার নেয়া হবে।
রোববার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় নির্বাচিত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট ইউনিট অফিসে আগামী ৮, ১০, ১১ ও ১২ ডিসেম্বর সাক্ষাৎকার নেয়া হবে। এ সময় তাদের এসএসসি, এইচএসসি/ সমমান পরীক্ষার মূল সনদ এবং নম্বরপত্র সঙ্গে আনতে হবে।
সাক্ষাৎকারের পরে ভর্তির জন্য চূড়ান্ত মেধা তালিকা ১৮ ডিসেম্বর প্রকাশ করা হবে। মেধা তালিকা থেকে আগামী ২৯ ডিসেম্বর হতে ৬ জানুয়ারির মধ্যে অনলাইনে ভর্তি সম্পন্ন হবে। ভর্তি নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে।
এছাড়া ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ ও ‘ই’ ইউনিটের জন্য অনলাইনে বিষয়ভিত্তিক পছন্দক্রম ১ ও ২ ডিসেম্বর পূরণ করা যাবে।
চারুকলা বিভাগে ভর্তির জন্য গত ৭ নভেম্বরের স্থগিত হওয়া ব্যবহারিক পরীক্ষা আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
ফিচার বিজ্ঞাপন
Kandy, Nuwara Eliya & Colombo 5D/4N
সাজেক ভ্রমণ ৩ রাত ২ দিন
মিনি সিঙ্গাপুর ময়নামতি প্রাইভেট ডে লং ট্যুর
মুক্তিযোদ্ধা (সন্তান/নাতি-নাতনি), ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, অনগ্রসর ও দলিত সম্প্রদায়, প্রতিবন্ধী, খেলোয়াড় (বিকেএসপি/জাতীয় দল) এবং পোষ্য কোটায় ভর্তির জন্য প্রাথমিক আবেদন ফরম পূরণ চলবে ৮ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
এসব কোটায় অনলাইনে পূরণকৃত আবেদন ফরমের কপির সঙ্গে কোটার স্বপক্ষে প্রমাণ স্বরূপ সংশ্লিষ্ট সনদপত্র/প্রত্যয়নপত্রের ফটোকপি সংযুক্ত করে ১৭ থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে শিক্ষা শাখায় জমা দিতে হবে।
এ সংক্রান্ত সব ধরনের তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।
এর আগে গত ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
শক্তিশালী ইলেকট্রিক গ্রাইন্ডারের দাম জেনে নিন৪৭৯ বার পড়া হয়েছে