চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৭০ বছর বয়সী এক বৃদ্ধ স্বাস্থ্য বিভাগের সুরক্ষা অ্যাপে করোনার টিকা নেওয়ার জন্য নিবন্ধন করাতে গিয়ে জানতে পারলেন, তিনি মৃত। এ ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা হতবাক হয়ে যান। কীভাবে মৃত মানুষের তালিকায় তাঁর নাম উঠল, তা প্রথম দিকে তিনিসহ পরিবারের সদস্যরা বুঝতে পারেননি।
পরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করে জানতে পারেন, ২০১৯ সালে ভোটার তালিকায় নাম কর্তনের আবেদন ফরমের মাধ্যমে তাঁকে মৃত হিসেবে দেখানো হয়েছে। ওই তালিকা অনুযায়ী, বৃদ্ধের মৃত্যু ২০১৭ সালের ১২ আগস্ট।
বৃদ্ধ ওই ব্যক্তির নাম আলী আহমদ। তিনি সাতকানিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ইছামতীর কূল এলাকার মৃত ফয়েজুর রহমানের ছেলে। তিনি একসময় চট্টগ্রাম নগরের আন্দরকিল্লায় ছাতা তৈরির কারখানায় কাজ করতেন। বর্তমানে তিনি বাড়িতে থেকে কৃষিকাজ করছেন। তাঁর জাতীয় পরিচয়পত্রের নম্বর ১৫২৮২০৮০৫৯৬৯৫।
রোববার সকালে আলী আহমদ বলেন, ২০০৮ সালে তিনি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেয়েছিলেন। এর আগে অন্য কোনো কাজে তাঁর জাতীয় পরিচয়পত্র ব্যবহারের প্রয়োজন পড়েনি। তবে ২০২০ সালে অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি তিনি। সে সময় ভোট কেন্দ্রের বুথে দায়িত্বরত লোকজন তাঁর ভোট হয়ে গেছে বলে জানিয়েছিলেন।
আলী আহমদের ছেলে জাহাঙ্গীর আলম বলেন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন দুলালের ইচ্ছায় অথবা অসতর্কতার কারণে ২০১৯ সালে নির্বাচন কমিশনের তৈরি করা তালিকায় তাঁর বাবাকে মৃত হিসেবে দেখানোর সুপারিশ করা হয়েছিল। যে কারণে তাঁর বাবার বয়স্ক ভাতার আবেদনও করা সম্ভব হচ্ছে না।
ফিচার বিজ্ঞাপন
যমুনা রিসোর্ট প্রাইভেট ডে লং ট্যুর
Vietnam & Cambodia 7D/6N
জাপান ভিসা প্রসেসিং (চাকুরীজীবী)
সাতকানিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুদ্দিন দুলাল বলেন, ওই সময় ৬ শতাধিক নতুন ভোটার ও ১৭৭ জন মৃত মানুষের ফরমে স্বাক্ষর করেছিলেন। আলী আহমদ তাঁর পরিচিত ও ঘনিষ্ঠ ব্যক্তি। ভুলবশত ও দুর্ভাগ্যজনকভাবে তাঁকে মৃত হিসেবে দেখানো হয়েছিল।
সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব প্রথম আলোকে বলেন, আলী আহমদকে ভোটার তালিকায় মৃত দেখানো হয়েছে। তবে এ ধরনের ভুল সংশোধনের সুযোগ আছে। এ বিষয়ে আলী আহমদ আবেদন করলে দ্রুত ভুল সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
শক্তিশালী ইলেকট্রিক গ্রাইন্ডারের দাম জেনে নিন১৩১ বার পড়া হয়েছে