জুনে মারুতি-সুজুকির যাত্রী গাড়ি বিক্রি সামান্য বাড়লেও তা কমেছে হুন্ডাই, টাটা মোটরস, মহীন্দ্রার মতো সংস্থার। আগের বছরের চেয়ে জুনে মারুতির যাত্রী গাড়ির বিক্রি বেড়েছে ১.২%। সিয়াজের পাশাপাশি ইউটিলিটি ভেহিকলের বিক্রি বেড়েছে ৪০ শতাংশের বেশি। কিন্তু তা কমেছে ছোট গাড়ির। ওই মাসে সংস্থা বিক্রি করেছে মোট ৯৩,২৬৩টি গাড়ি।

হুন্ডাইয়ের বিক্রি জুনে ৫.৬% কমে হয়েছে ৩৯,৮০৭। ভারতে সংস্থার ডিরেক্টর (বিক্রি ও বিপণন) রাকেশ শ্রীবাস্তবের মতে, জিএসটি-র সম্ভাব্য প্রভাব নিয়ে নানা চিন্তায় গত মাসে গাড়ি শিল্প যথেষ্টই চ্যালেঞ্জের মুখে পড়ে। তবে তাঁদের দাবি, এই অবস্থাতেও বছরের প্রথম ছ’মাসের হিসেবে এ বারই সবচেয়ে বেশি গাড়ি বিক্রি (২,৫৩,৪২৮টি) করেছে তারা।

প্রায় ১০% বিক্রি কমেছে টাটা মোটরসেরও। তাদের বক্তব্য, আগ্রহী ক্রেতাদের মধ্যে জিএসটি নিয়ে সংশয়ের জন্যই প্রভাব পড়েছে যাত্রী গাড়ির ব্যবসায়। মহীন্দ্রার বিক্রি ৩% কমে হয়েছে ৩৩,৮৬১টি। তবে বিক্রি কম হলেও সংস্থাগুলির দাবি, প্রাথমিক অনিশ্চয়তা কাটিয়ে পুরোদমে জিএসটি চালু হলে গাড়ি বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। শো-রুমের দিকে পা বাড়াবেন ক্রেতারা।

ফিচার বিজ্ঞাপন

কানাডা ভিসা

মূল্য: ৭,০০০ টাকা

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনুন

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনু...



২১৩ বার পড়া হয়েছে