জুলাই মাসের শেষের দিকে ই-পাসপোর্ট ও ই-গেট দৃশ্যমান হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এটা হলে ভুয়া কাগজপত্র দেখিয়ে বিদেশে যাওয়া বন্ধ হবে বলেও তিনি জানান। শনিবার (২২ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০১৯-২০ অর্থবছরের বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আড়াই কোটি মানুষকে এমআরপি দিয়েছি। এখন আমরা ই-পাসপোর্ট, ই-ভিসা ও ই-গেটে যাবো। আগামী জুলাই মাসের শেষে দিকে ই-পাসপোর্ট ও ই-গেট দৃশ্যমান হবে। এটা হলে একজন আরেকজনের কাগজপত্র দেখিয়ে বিদেশে যেতে পারবে না। ভুয়া কাগজপত্র দেখিয়ে বিদেশে যাওয়া বন্ধ হবে। এর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা হবে।

স্বরাষ্ট্রসন্ত্রী আরও বলেন, আমরা সাসটেইনেবল ডেভেলবপমেন্ট চাই। এর জন্য স্থায়ী শান্তি দরকার। স্থায়ী শান্তির জন্য স্থায়ী নিরাপত্তা দরকার। আর এই স্থায়ী নিরাপত্তার জন্য আমরা নিরাপত্তা বিভাগকে পুলিশ, র‌্যাব, কোস্টগার্ড, ইন্ডস্ট্রিয়াল পুলিশ, নৌ পুলিশ, ট্যুরিস্ট পুলিশকে ঢেলে সাজিয়েছি, শক্তিশালী করেছি। জঙ্গি দমনে আমরা সফল হয়েছি। মাদক দমনে আমরা সফলতা দেখিয়েছি।

ফিচার বিজ্ঞাপন

Day Long Package

মূল্য: ৩,০০০ টাকা

Maldives (Paradise Island-Water Vila & Hulhumale) 4D/3N

মূল্য: ৬৯,৯০০ টাকা

চায়না ভিসা (চাকুরীজীবী)

মূল্য: ১০,০০০ টাকা

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



৬৮১ বার পড়া হয়েছে