দ্রুততম সময়ে শিক্ষার্থীদের করোনার টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। একই দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র মৈত্রী। সোমবার দুপুরে রাজধানীতে পৃথক কর্মসূচিতে ছাত্রসংগঠন দুটির নেতারা এই দাবি জানান।বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীদের বেতন ও ফি মওকুফ, শিক্ষাবৃত্তি ও রেশন চালু করার দাবি জানায় ছাত্র ইউনিয়ন। এ ছাড়া অবিলম্বে ২০২০-২১ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নেওয়া, সেশনজট রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সব শিক্ষার্থীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানায় সংগঠনটির নেতারা।

সমাবেশে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফয়েজ উল্লাহ বলেন, ‘করোনার এই সময়ে দেশে অনেক বড় ধরনের দুর্নীতি হয়েছে। যদি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়, শিক্ষার্থীরা এর প্রতিবাদ করবে, মিছিল-মিটিং হবে। এই ভয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে না।’ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কর্মী শাওন বিশ্বাস ও ঢাকা মহানগর শাখার সদস্য প্রীতম ফকির।

অপর দিকে শতভাগ শিক্ষার্থীকে টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া ও চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র মৈত্রীর মানববন্ধন অনুষ্ঠিত হয়। দাবি বাস্তবায়নে আগামী ১৬ সেপ্টেম্বর দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও এবং একই দিনে সারা দেশে মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাজী আব্দুল মোতালেব৷

ফিচার বিজ্ঞাপন

Kandy- Negombo & Colombo 5D/4N

মূল্য: 27,900 Taka

Maldives (Centara Ras Fushi Resort & Spa) 3D/2N

মূল্য: ৫৯,৯০০ টাকা

ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক অতুলন দাসের সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক তানভীন আহমেদ, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সুমাইয়া পারভীন প্রমুখ বক্তব্য দেন।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



২৪২ বার পড়া হয়েছে