টিভিএস ভারতের বাজারে ৩১০ সিসির নতুন অ্যাপাচি মডেল আনছে। অ্যাপাচি আরআর মডেলটি ৩০ আগস্ট দেশটির বাজারে ছাড়া হবে। নতুন রিফাইন ইঞ্জিনে আসবে এই স্পোর্টস বাইক। নতুন মডেলে থাকছে অ্যাডজাস্টেবল সাসপেনশন। এছাড়াও কিছু ক্ষেত্রে রঙের পরিবর্তন করতে চলেছে কোম্পানি।
বর্তমানে ৩১৩ সিসির সিলিন্ডার দেওয়া রয়েছে টিভিএস অ্যাপাচি আরআর ৩১০ মডেলে। বিএমডব্লিউ জি ৩১০ আর ইঞ্জিন শেয়ার করছে এই বাইক। ফলে রিফাইনমেন্টের ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয় বাইকারদের। ৯৭০০ আরপিএমে ৩৪ বিএইচপি পাওয়ার দেয় এই ইঞ্জিন। ৭৭০০ আরপিএমে ২৭.৩ এনএম টর্ক দেয় বাইক। যা এক কথায় অনবদ্য।
২০২০ সালে একাধিক নতুন ফিচার দেওয়া হয়েছিল বাইকে। চারটে রাইডিং মোড দেওয়া হয়েছিল বাইকে। আরবান, ট্র্যাক, স্পোর্টস, রেইন এই চার মোডে চালানোর সুবিধা দিচ্ছিল অ্যাপাচে। নতুন টিএফটি স্ক্রিনে দেওয়া হয়েছিল ব্লুটুথ কানেকটিভিটি।
ফিচার বিজ্ঞাপন
Moscow, Novosibirsk ,Irkutsk & St.Petersburg 9D/8N
বেইজিং ও কুনমিং ৭ দিন ৬ রাত
Maldives (Centara Ras Fushi Resort & Spa) 3D/2N
সিক্স স্পিড গিয়ার বক্সের সঙ্গে স্লিপার ক্লাচ দেওয়া হয়েছে এই বাইকে। অটো ব্লগাররা বলছেন, নতুন করে অ্যাপাচের এই বাইক নিয়ে সেরকম আগ্রহ নেই বাইকারদের। একই দামের মধ্যে এখন এসে গেছে একাধিক অপশন। লুকের সঙ্গে সঙ্গে সেখানে রয়েছে বাড়তি ফিচার। যা বাইকারদের কাছে আকর্ষণের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
Online Shopping BD (Facebook Live)২৩৮ বার পড়া হয়েছে





