কোর্সের নাম: | চলচ্চিত্রের ইতিহাস, নির্দেশনা, সিনেমাফটোগ্রাফি, চিত্র্যনাট্য, নিউজ প্রেজেন্টার, রিপোর্টার, অভিনয়, ফিচার ও প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ। এ ছাড়া চলচ্চিত্র আর্কাইভ, সেট ডিজাইন, লাইটিং, সাউন্ড, আর্ট ডিরেকশন, এডিটিং, মেকআপ এবং কস্টিউম, বাজেট তৈরি ও স্ক্রিপ্ট কিভাবে লিখতে হয় সে বিষয়ে ধারণা দেওয়া হবে। |
সুবিধা: | যাঁরা টিভি অনুষ্ঠান নির্মাণকে পেশা হিসেবে নিতে চান তাঁদের কাজে লাগবে। নিমকোর এ কোর্সটিতে প্রযোজনার প্রায় সব কিছুই শেখানো হয়, তাই শুধু চলচ্চিত্রই নয়, টেলিভিশন, রেডিও তথা ইলেকট্রনিক মিডিয়ায় প্রযোজক হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে কোর্সটি কাজে দেবে। |
যোগ্যতা: | কোর্সটিতে অংশ নেওয়ার জন্য কমপক্ষে স্নাতক পাস হতে হবে। যেকোনো বিষয়ে পাসকৃতরাই আবেদন করতে পারবেন। |
ক্লাসের সময়: | ক্লাস হয় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। |
কোর্স ফি: | ছয় হাজার টাকা । |
যোগ্যতা: | জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট থেকে ২০ টাকার বিনিময়ে আবেদনপত্র পাওয়া যাবে। সঠিকভাবে আবেদনপত্র পূরণ করে এর সঙ্গে দুই কপি রঙিন ছবি, স্নাতক পাসের সনদপত্রের ফটোকপি এবং চারিত্রিক সনদ জমা দিতে হবে। |
যোগাযোগ: | উপপরিচালক ও কোর্স কো-অর্ডিনেটর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, ১২৪/এ দারুস সালাম রোড ঢাকা। ফোন : ৮০৩১০৬০ মোবাইল : ০১৭১১ ১৯১৯০৯। |
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
ফিচার বিজ্ঞাপন
Cambodia (Phnom Penh & Siem Reap) 6D/5N
সিঙ্গাপুর ভিসা (বিজনেসম্যান)
কালিজিরার তেল
৯৮১ বার পড়া হয়েছে