বাংলাদেশ ডাক বিভাগ সম্প্রতি রাজস্ব খাতের ৩০টি পদে মোট ২৬৯ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য আবেদনে চলছে ১৩ জুলাই থেকে।বিজ্ঞা

পদের নাম ও পদসংখ্যা:

১. জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট—০৮
২. ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস—৯১
৩.স্টিপার কাম রিটাচার—০১
৪. সহকারি (ডাক অধিদপ্তর)—০৪
৫. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর—০৬
৬. উপজেলা পোস্টমাস্টার—৯৬
৭. কম্পিউটার অপারেটর—০১
৮. মনোটাইপ কি–বোর্ড অপারেটর—০১
৯. উচ্চমান সহকারী—০৩
১০. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর—০৮
১১. ক্যাশিয়ার—০১
১২. মেশিনম্যান—০১
১৩. অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট—০৪
১৪. ড্রাফটসম্যান—০১
১৫. ড্রাইভার (ভারী)—০২

১৬. ড্রাইভার (হালকা)—০২
১৭. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক—০৫
১৮. মেশিনিস্ট—০১
১৯. ডাটা এন্ট্রি অপারেটর—০৪
২০. পোস্টাল অপারেটর—০১
২১. গ্রেনিং মেশিনম্যান—০১
২২. সহকারি মেশিনম্যান—০১
২৩. বাউন্ডার হেল্পার—০১
২৪. ইনকম্যান—০২
২৫. প্যাকার—০২
২৬. পোর্টার—০১
২৭. অফিস সহায়ক—১৬
২৮. নিরাপত্তা প্রহরী—০১
২৯. পরিচ্ছন্নতাকর্মী (সুইপার)—০২
৩০. পরিচ্ছন্নতাকর্মী (ক্লিনার)—০১

আবেদনের যোগ্যতা

প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা।

চাকরি আবেদনের বয়স

প্রার্থীর বয়স ১১ আগস্ট ২০২১ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

ফিচার বিজ্ঞাপন

বালি ৫দিন ৪ রাত

মূল্য: ২৪,০০০ টাকা

Paradise island, Maldives, 4D/3N

মূল্য: ৯১,৯০০ টাকা জনপ্রতি

আবেদন যেভাবে

আগ্রহীরা এই http://dgbpo.teletalk.com.bd/ ঠিকানায় প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদনের সময় অবশ্য পদ অনুসারে আবেদন ফি প্রদান করতে হবে।

আবেদনের সময়

আবেদন শুরু হবে ১৩ জুলাই। আবেদন চলবে ১১ আগস্ট পর্যন্ত।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...



২৭৬ বার পড়া হয়েছে