সাধ ও সাধ্যের মিলন মেলায় পরিণত হয়েছে ট্যাব ও মোবাইল এক্সপো। নানা ডিসকাউন্ট আর উপহারের ছড়াছড়ির মাঝে ক্রেতা বিক্রেতার সন্তুষ্টি আর উৎসাহ ছড়িয়ে পড়ছে সবখানে। শনিবার (৬ জুলাই ) পর্দা নামছে এই এক্সপোর।

বিশ্বজুড়ে যে সমস্যার সম্মুখীন হচ্ছিলো তা কেটে যাওয়ার পর থেকেই আবারো স্বমহিমায় বিশ্বখ্যাত ব্র্যান্ড হুয়াহুয়ে । ট্যাব এবং মোবাইল এক্সপোতে প্রতিষ্ঠানটির প্যাভিলিয়নে তাই বিক্রেতাদের ভীড় চোখে পড়ার মতো।

তিনদিনের এ টেক মেলায় দর্শনার্থীদের ভীড়টা বেশ। এক ছাদের নিচে মিলছে বিশ্বখ্যাত প্রায় সব ধরণের মোবাইল কোম্পানীর পণ্য। ক্রেতা আকর্ষণে দেয়া হচ্ছে নানা ছাড়, অফার, গিফট। সেই সাথে মিলছে বাজারে আসা নিত্য নতুন ডিভাইস। যা সহজে ক্রেতাদের মূল আকর্ষনের কেন্দ্রবিন্দু।

ফিচার বিজ্ঞাপন

Kathmandu-Nagarkot 4D/3N

মূল্য: ১২,৯০০ টাকা

তুরস্ক ভিসা (বিজনেসম্যান)

মূল্য: ১৫,০০০ টাকা

মেলায় মোবাইল ও ট্যাবের পাশাপাশি মিলছে বেশ কিছু অত্যাধুনিক গ্যাজেটও। যা এ ব্যস্ত সময়ে ছুটে চলা সাধারণের জীবনকে করবে সহজ। এ ধরণের মেলার মাধ্যমে বিক্রেতা প্রতিষ্ঠানের সাথে ক্রেতা সাধারণের যোগযোগের মাত্রা আরো সুদৃঢ় হবে বলে মত সংশ্লিষ্টদের।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



৯৭৪ বার পড়া হয়েছে