পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনন্দিন প্রয়োজনীয় শতাধিক পণ্যে বিশেষ ছাড় ও অফার দিয়েছে দেশের জনপ্রিয় রিটেইল চেইনশপ ‘ডেইলি শপিং’। এসব পণ্যের মধ্যে রয়েছে দুধ, তেল, গুঁড়া মসলা, জুস, বেভারেজ, বিস্কুট, নুডলস, টয়লেট্রিজ, পার্সোনাল কেয়ার ও বিভিন্ন ধরনের সুরক্ষা পণ্য।
এছাড়া করোনা সংক্রমণ ঠেকাতে মানুষের চলাচলের সীমাবদ্ধতা থাকায় সব শোরুম থেকে হোম ডেলিভারিরও ব্যবস্থা করেছে ডেইলি শপিং।
ডেইলি শপিংয়ের জেনারেল ম্যানেজার (অপারেশন) গালিব ফাররোখ বখৎ বলেন, রমজানে ক্রেতারা যেন কেনাকাটায় স্বাচ্ছন্দ্য খুঁজে পান, সেজন্য বিভিন্ন পণ্যে আকর্ষণীয় অফার ও নগদ মূল্যছাড় দিচ্ছি। এছাড়া ক্রেতাদের সুবিধার্থে ডেবিট-ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্য ক্রয় ও মেম্বারশিপের ব্যবস্থা রয়েছে।
তিনি আরো বলেন, কারোনার সময়ে ক্রেতাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা বিশেষ হোম ডেলিভারির ব্যবস্থা করেছি। ক্রেতাদের নিজ নিজ এলাকায় অবস্থিত ডেইলি শপিংয়ের শোরুম থেকে হোম ডেলিভারি দেয়া হবে। এজন্য সকাল ৬টা থেকে বিকাল ৫টার মধ্যে প্রয়োজনীয় পণ্যের অর্ডার করা যাবে। ক্রেতারা ডেইলি শপিংয়ের ফেসবুক পেজে অফার সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন। এছাড়া ই-কমার্স সাইট ‘অথবা ডটকম’-এর মাধ্যমেও এসব পণ্যের অর্ডার করা যাবে।
ফিচার বিজ্ঞাপন
Dubai (City tour- Abu Dhabi tour) 4D/3N
মালয়শিয়া-সিঙ্গাপুর-থাইল্যান্ড-ইন্দোনেশিয়া ৯দিন ৮ রাত
ইস্তানবুল ও কাপাডোসিয়া ৫দিন ৪ রাত
এ বিষয়ে ডেইলি শপিংয়ের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার পলাশ চন্দ্র শর্মা পার্থ বলেন, রমজান উপলক্ষে ডেইলি শপিংয়ে গুঁড়ো দুধ, তেল, গুঁড়া মসলাসহ নির্দিষ্ট পণ্যের ওপর দেয়া হচ্ছে বিশেষ মূল্যছাড়। বিভিন্ন ধরনের পণ্য দুটি কিনলে ১টি কিংবা ১টি কিনলে ১টি ফ্রি পাচ্ছেন ক্রেতারা। এছাড়া জুস, বেভারেজসহ অনেক আইটেমের সঙ্গে বিনা মূল্যে দেয়া হচ্ছে অরেকটি পণ্য।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছেপূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...
৪১৬ বার পড়া হয়েছে