যাত্রী চাহিদা বাড়ায় ঢাকা-দিল্লি রুটে ফ্লাইট বাড়াচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৮ অক্টোবর থেকে বিমানের ঢাকা-দিল্লি রুটের ফ্লাইট শিডিউলে পরিবর্তন আসছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের মহাব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ বলেন, সাপ্তাহিক ফ্লাইট তিনটির পরিবর্তে পাঁচটি ফ্লাইট পরিচালনা করা হবে এ রুটে। পাশাপাশি যাত্রার সময় তিনঘণ্টা এগিয়ে আনা হচ্ছে। উইন্টার (শীতকালীন) শিডিউল সেই আলোকে পুনর্বিন্যাস করা হচ্ছে। ঢাকা-দিল্লি রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানো এবং ফ্লাইটের সময় এগিয়ে আনায় টিকিট বিক্রিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করেন তিনি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, নতুন সময়সূচি অনুযায়ী ঢাকা থেকে দিল্লির উদ্দেশ্যে বিকেল তিনটার পরিবর্তে দুপুর ১২টায় ছাড়বে বিজি-০৯৭। আর দিল্লি থেকে স্থানীয় সময় ৬টা ২০মিনিটে ঢাকার উদ্দেশ্যে উন্নয়ন করবে।
ফিচার বিজ্ঞাপন
Sheraton Maldives Full Moon Resort 3D/2N
Dubai (City tour- Dhow Cruise- Desert safari- Abu Dhabi tour) 5D/4N
Cairo-Alexandria-Aswan & Luxor 8D/7N
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রধানত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা থেকে কার্যক্রম পরিচালনা করে। এছাড়াও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট থেকেও এর কার্যক্রম পরিচালিত হয়। আন্তর্জাতিক রুটে যাত্রী এবং মালামাল পরিবহনের পাশপাশি আভ্যন্তরীণ সেবাও প্রদান করে থাকে। বিশ্বের প্রায় ৪২টি দেশের সঙ্গে আকাশ সেবার চুক্তি থাকলেও মাত্র ১৬টি দেশে কার্যক্রম পরিচালনা করে।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
৬৬২ বার পড়া হয়েছে