সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ফ্লাইট চালু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস। যাত্রীদের ভ্রমণ সুবিধার্থে ১ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন বেসরকারি এই সংস্থার উড়োজাহাজ চলাচল করবে মধ্যপ্রাচ্যে। সোমবার (১৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জানা গেছে, ঢাকা-দুবাই রুটে ওয়ান-ওয়ে টিকিটের সর্বনিম্ন মূল্য ৫৪ হাজার ৯৯৯ টাকা এবং রিটার্ন টিকিটের দাম ৭৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ভাড়ায় সব ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত। এছাড়া বিজনেস ক্লাসের ওয়ান-ওয়ে টিকিটের দাম ৭৯ হাজার ২০০ টাকা এবং রিটার্ন টিকিটের মূল্য ১ লাখ ৫৩ হাজার ৫২৬ টাকা।
ঢাকা থেকে প্রতি রবি, সোম, বৃহস্পতি ও শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে রাত ১০টায় পৌঁছাবে ইউএস-বাংলার ফ্লাইট। এরপর দুবাই থেকে স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে ঢাকার পথে উড্ডয়ন করে পরদিন সকাল ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে ফ্লাইট। ঢাকা থেকে প্রতি মঙ্গলবার বিকাল ৫টা ৩০ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে রাত ৯টায় পৌঁছাবে। এরপর দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে ঢাকার পথে রওনা দিয়ে পরদিন ভোর ৫টায় পৌঁছাবে। ঢাকা থেকে প্রতি বুধবার বিকাল ৩টা ৫৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে পৌঁছাবে। এরপর দুবাই থেকে স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে ঢাকার পথে উড্ডয়ন করে পরদিন ভোর ৩টা ২৫ মিনিটে পৌঁছাবে।
এছাড়া ঢাকা থেকে প্রতি শনিবার বিকাল ৫টায় দুবাইয়ের উদ্দেশে ছেড়ে রাত ৮টা ৩০ মিনিটে পৌঁছাবে। এরপর দুবাই থেকে স্থানীয় সময় রাত ৯টা ৫৫ মিনিটে ঢাকার দিকে রওনা দিয়ে পরদিন ভোর ৪টা ২৫ মিনিটে অবতরণ করবে।
ইউএস-বাংলা এখন এশিয়ায় মালয়েশিয়ার কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ভারতের চেন্নাই ও কলকাতা এবং চীনের গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা করছে। শিগগিরই সার্কভুক্ত দেশ মালদ্বীপের মালে ও শ্রীলঙ্কার কলম্বোতে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে এই সংস্থার।
ফিচার বিজ্ঞাপন
মালয়শিয়া-সিঙ্গাপুর-থাইল্যান্ড-ইন্দোনেশিয়া ৯দিন ৮ রাত
জাকার্তা ও বালি ৭দিন ৬ রাত
Paradise island, Maldives, 4D/3N
বাংলাদেশের অভ্যন্তরীণ সব রুট বিশেষ করে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, যশোর, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট চালাচ্ছে ইউএস-বাংলা। তাদের বহরে আছে চারটি বোয়িং ৭৩৭-৮০০, ছয়টি ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০সহ মোট ১৩টি উড়োজাহাজ। শিগগিরই আরও চারটি নতুন এয়ারক্রাফট যুক্ত করার পরিকল্পনা রয়েছে তাদের।
Source: Ittefaq
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
শক্তিশালী ইলেকট্রিক গ্রাইন্ডারের দাম জেনে নিন২৩১ বার পড়া হয়েছে