ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে শহরের দুই নং রেলগেইট এলাকায় ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে ঢাকা নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে সকাল ১১টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি। দুপুর ১টার দিকে নারায়ণগঞ্জ শহরের ২নং রেল গেইট এলাকায় ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। পরে এ সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রেলওয়ে নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার গোলাম মোস্তফা বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ট্রেনটি উদ্ধারের জন্য ঢাকা থেকে উদ্ধারকারী দল আসছে। সন্ধ্যা নাগাদ চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।’
ফিচার বিজ্ঞাপন
মিশর ভিসা (চাকুরীজীবী)
Dubai (City tour- Dhow cruise- Desert safari) 4D/3N
চায়না বাঁধ সিরাজগঞ্জ প্রাইভেট ডে লং ট্যুর
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
২৭০ বার পড়া হয়েছে