ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল কাল বৃহস্পতিবার প্রকাশিত হবে। ঢাবির জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মাহমুদ আলম জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা ১টার দিকে ‘গ’ ইউনিটে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ঢাবি উপাচার্য মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করবেন।
বার্তা সংস্থা ইউএনবি বলছে, এবারের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এক হাজার ২৫০ সিটের বিপরীতে অংশ নিয়েছিলেন ২৯ হাজার ৫৮ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী। এই ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছিল ১৩ সেপ্টেম্বর।
ফিচার বিজ্ঞাপন
মালয়শিয়া ভিসা প্রসেসিং (চাকুরীজীবী)
শ্রীলংকা ভিসা (বিজনেসম্যান)
Singapore Tour with Universal Studios & Sentosa 5D/4N
উল্লেখ্য, এবারই প্রথম ঢাবির স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় নৈর্ব্যক্তিকের পাশাপাশি লিখিত পরীক্ষা নেওয়া হয়। এ জন্য মানবন্টনেও পরিবর্তন আসে। ৭৫ নম্বরের নৈর্ব্যক্তিক ও ৪৫ নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে। মোট ৯০ মিনিটের পরীক্ষায় অংশ নিতে হয়েছে পরীক্ষার্থীদের। নৈর্ব্যক্তিক পরীক্ষার জন্য ৫০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪০ মিনিট সময় পেয়েছেন পরীক্ষার্থীরা।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
Online Shopping BD (Facebook Live)৪৫৭ বার পড়া হয়েছে