ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৯–২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৫.৪৯ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত এই ইউনিটটিতে গতবার পাসের হার ছিল ১০.৯৮ শতাংশ৷ আজ বৃহস্পতিবার দুপুরে এই ফল প্রকাশ করা হয়। গত ১৩ সেপ্টেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়৷
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এবারই প্রথমবারের মতো নৈর্ব্যক্তিকের পাশাপাশি লিখিত অংশও ছিল৷ গ-ইউনিটে ১ হাজার ২৫০ আসনের বিপরীতে মোট ২৮ হাজার ১৬৯ জন প্রার্থী পরীক্ষা দেন। এর মধ্যে নৈর্ব্যক্তিকে উত্তীর্ণ ৬ হাজার ৮০২ জন শিক্ষার্থীর লিখিত অংশের খাতা দেখা হয়৷ লিখিত ও নৈর্ব্যক্তিক অংশে সমন্বিতভাবে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৩৬২ জন৷
আজ বেলা একটায় উপাচার্য মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে ফল ঘোষণা করেন। ফল জানা যাবে www.admission.eis.du.ac.bd ওয়েবসাইটে। উত্তীর্ণ শিক্ষার্থীদের (মেধা তালিকা ১ থেকে ১,২৫০ পর্যন্ত) ‘চয়েস ফরম’ আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবরের মধ্যে ওই ওয়েবসাইটের মাধ্যমে জমা দিতে হবে।
ফিচার বিজ্ঞাপন
Maldives (Paradise Island) 3D/2N
ইস্তানবুল ৪দিন ৩ রাত
ট্যাক্স, ভ্যাট, BIDA, IRC & COMPANY REGISTRATION CONSULTANTS
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
৫৭১ বার পড়া হয়েছে





