করোনা মহামারির কারণে স্থগিত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের মাস্টার্স পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। মঙ্গলবার (১২জানুয়ারি) ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালের এম এ, এমএসএস, এমএসসি ও এমবিএ শেষ পর্ব অসমাপ্ত নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষা আগামী ১৪ জানুয়ারি বৃহস্পতিবার হতে নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী হবে। পরীক্ষা আরম্ভের সময় সকাল ৯ টা। পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখিত সময়কাল। পরীক্ষা শেষ হবে ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার।
বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের জন্য দেওয়া পাঁচটি নির্দেশনা হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইস্যু করা প্রবেশপত্র ছাড়া কোন শিক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না, পরীক্ষাকেন্দ্রে মোবাইলফোন ও যে কোন ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ, পরীক্ষার্থীদের প্রবেশপত্র নিজ নিজ কলেজের অধ্যক্ষদের মনোনীত প্রতিনিধির মাধ্যমে কলেজের বিভাগীয় কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে জানানো হবে এবং এই সময়সূচিতে কোনো ধরনের অসঙ্গতি থাকলে প্রকাশের পরপরই তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রককে লিখিতভাবে জানাতে হবে।
উল্লেখিত পরীক্ষাগুলো যে সব কেন্দ্রে অনুষ্ঠিত হবে; সেগুলো হলো-ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের জন্য ঢাকা কলেজ (কেন্দ্রের কোড ১০১),ঢাকা কলেজ ও বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের জন্য ইডেন মহিলা কলেজ (কেন্দ্রের কোড-১০২), সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের জন্য বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ (কেন্দ্রের কোড-১০৩), সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের জন্য (এম এ,এম এস এস) কবি নজরুল সরকারি কলেজ (কেন্দ্রের কোড-১০৪), কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য পরীক্ষাকেন্দ্র সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ (কেন্দ্রের কোড-১০৫), সরকারি তিতুমীর কলেজ (এম বি এ,এম এস সি) শিক্ষার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্র সরকারি বাঙলা কলেজ (কেন্দ্রের কোড-১০৬), এবং সরকারি বাঙলা কলেজ এর পরীক্ষার্থীর জন্য পরীক্ষাকেন্দ্র সরকারি তিতুমীর কলেজ (কেন্দ্রের কোড-১০৭)। সূত্র: বাসস
ফিচার বিজ্ঞাপন
Domain Registration
Australia Visa for Businessman
ট্যাক্স, ভ্যাট, BIDA, IRC & COMPANY REGISTRATION CONSULTANTS
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
২১৩ বার পড়া হয়েছে