করোনা মহামারি বিবেচনায় তিনটি পশুর হাট কমিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন । আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ১০টি পশুর হাট বসবে। আগে ১৩টি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত ছিল সংস্থাটির।

শুক্রবার বিকেলে ঢাকা দক্ষিণ সিটির মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছেরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয় এবার তিনটি হাট বাতিল করা হয়েছে।

বাতিল করা পশুর হাটগুলো হলো- লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা, আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা এবং শ্যামপুর-কদমতলী বাস স্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি বিভাগ কর্পোরেশন এলাকায় ১৩টি অস্থায়ী পশুর হাটের ৩ পর্যায়ে দরপত্রের আহ্বান জানিয়ে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলো। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের দরপত্র শেষে ১০টি অস্থায়ী পশুর হাটের ইজারা দেওয়া হয়। করোনা পরিস্থিতি বিবেচনায় তৃতীয় পর্যায়ের দরপত্র শেষে আর কোনো পশুর হাট ইজারা না দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

ফিচার বিজ্ঞাপন

Singapore Tour with Sentosa 4D/3N

মূল্য: ২৪,৯০০ টাকা

কালিজিরার তেল

মূল্য: ১৬০০ টাকা/কেজি

বালি ৫দিন ৪ রাত

মূল্য: ২৪,০০০ টাকা

হাটগুলোতে ঈদুল আজহা’র দিনসহ মোট ৫ দিন পশু বেচাকেনা করা যাবে। অস্থায়ী ১০টি হাটের পাশাপাশি সারুলিয়ায় স্থায়ী পশুর হাটেও বেচাকেনা চালু থাকবে। অপরদিকে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় গাবতলী স্থায়ী পশুর হাটসহ ৯টি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে গত বছরের মতো এবারও অনলাইনে পশু বিক্রির উদ্যোগ অব্যাহত রেখেছে সংস্থাটি।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



২৬২ বার পড়া হয়েছে