তিন দিন বন্ধ থাকার পর মাদারীপুরের কাঁঠালবাড়ি ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর থেকে স্বল্পসংখ্যক যানবাহন নিয়ে চলাচল করছে মাত্র চারটি ফেরি। নাব্যতাসংকটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় এই নৌপথে আসা যাত্রী ও পরিবহনশ্রমিকদের দুর্ভোগ কাটছে না।

বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি-শিমুলিয়া ঘাট সূত্র জানায়, আড়াই মাসের বেশি সময় ধরে এ নৌপথে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্রোত ও নাব্যতাসংকটে প্রায় দুই মাস ধরে রাতে বন্ধ রয়েছে ফেরি চলাচল। গত সোমবার সকালে নির্মাণাধীন পদ্মা সেতুর চায়না নৌ চ্যানেলের তিনটি ফেরি ডুবোচরে আটকে যায়। নৌপথে সব ধরনের দুর্ঘটনা এড়াতে ওই দিন বেলা সাড়ে তিনটার পর থেকেই ফেরি চলাচল স্থগিত রাখে ঘাট কর্তৃপক্ষ।

গত সোমবার দুপুর সাড়ে ৩টার পর থেকে সব ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছিল পদ্মা সেতুর ২৬ নম্বর পিলারের আগে ও পরে। আজ বৃহস্পতিবার ফেরি চালু হলেও তা সংখ্যায় খুবই সীমিত। ফেরিগুলো সক্ষমতার অর্ধেক যান তুলেছে আজ।

এদিকে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় উভয় ঘাটেই আটকা পড়েছে কয়েক শ যানবাহন। যাত্রীরা কোনোমতে লঞ্চ ও স্পিডবোটে ঝুঁকি নিয়ে পারাপার হলেও যানবাহনগুলোকে পারাপারের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। ফলে যাত্রী ও পরিবহনশ্রমিকদের দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

ফিচার বিজ্ঞাপন

Paradise island, Maldives, 4D/3N

মূল্য: ৯১,৯০০ টাকা জনপ্রতি

Kandy- Negombo & Colombo 5D/4N

মূল্য: 27,900 Taka

ঘাটের টার্মিনালে এক সপ্তাহ ধরে আটকা পড়েছে বেশ কিছু পণ্যবাহী ট্রাক। সিলেটগামী পণ্যবাহী ট্রাকের চালক কামরুল হাসান বলেন, ‘ঘাটে এসেছি সাত দিন পার হয়ে গেল। এখানেই নাওয়া, খাওয়া, ঘুম। তিন দিন তো একটাও ফেরি চলে নাই। আজ (বৃহস্পতিবার) দুই–তিনটা ফেরি চললেও তাতে আমাদের জায়গা হয়নি। এভাবে ঘাটে পড়ে থেকে আমাদের দুর্ভোগের শেষ থাকছে না।’

জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল আলিম প্রথম আলোকে বলেন, আজ বৃহস্পতিবার উভয় ঘাট থেকে চারটি ফেরি ছাড়া হলেও নৌ চ্যানেলে সমস্যা এখনো কাটেনি। দুপুরে তিন-চারটি ফেরি চায়না নৌ চ্যানেল দিয়ে পারাপার হলেও বিকেলে কিশোরী নামের একটি মাঝারি আকারের কে-টাইপ ফেরি ডুবোচরে আটকে যায়। সন্ধ্যার পর থেকে আবার ফেরি চলাচল বন্ধ রাখা হবে। এরপর সারা রাত নৌ চ্যানেলে ড্রেজিং করা হবে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছে

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...



২৪২ বার পড়া হয়েছে