থাইল্যান্ডের ভিসা জটিলতা ও ভ্রমণে যাত্রীসংখ্যা কম থাকায় আগামী তিন মাসের জন্য চট্টগ্রাম-ঢাকা-ব্যাংকক রুটে ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ।

গত রোববার (১৫ সেপ্টেম্বর) থেকে বন্ধ রয়েছে থাইল্যান্ড ফ্লাইট।  আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম-ঢাকা-ব্যাংকক রুটে রিজেন্টের ফ্লাইট বন্ধ থাকবে।

বিষয়টি নিশ্চিত করে রিজেন্ট এয়ারওয়েজের সহকারী মহাব্যবস্থাপক কে এম জাফর উজ জামান বলেন, ‘চলতি মৌসুমে থাইল্যান্ডগামী যাত্রী কম থাকায় সাময়িকভাবে চট্টগ্রাম-ঢাকা-ব্যাংকক রুটে ফ্লাইট বন্ধ রেখেছি। আগামী ডিসেম্বর থেকে পুনরায় ফ্লাইট চালু করা হবে।’

ফিচার বিজ্ঞাপন

ইস্তানবুল ৪দিন ৩ রাত

মূল্য: ২৯,৯০০ টাকা

Kathmandu-Pokhara-Nagarkot-Bhoktopur 5D/4N

মূল্য: ১৮৯০০ টাকা

Kandy, Nuwara Eliya & Colombo 5D/4N

মূল্য: 30,900 Taka

প্রসঙ্গত, ২০১৩ সালে শুরুতে ঢাকা-ব্যাংকক রুটে সপ্তাহে তিনদিন ফ্লাইট চালু করে রিজেন্ট এয়ারওয়েজ। ২৭ এপ্রিল ২০১৪ সাল থেকে চট্টগ্রাম-ব্যাংকক রুটে সপ্তাহে দুইদিন ফ্লাইট দিয়ে ভ্রমণ ব্যবস্থা শুরু করে বিমান সংস্থাটি। পরবর্তীতে তারা সপ্তাহে তিনদিন ফ্লাইট চালু করে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



৪৭৯ বার পড়া হয়েছে