ঘন কুয়াশার কারণে বুধবার (২০ জানুয়ারি) ভোররাত থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত দীর্ঘ ১০ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে বেশ কিছু সময়ের জন্য বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ থাকার পর আবারও যানবাহন পারাপার সীমিত আকারে শুরু হয়েছে।
এতে করে ভোগান্তিতে পড়েছে অসংখ্য মানুষ। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কিছুটা কাটলেও যান চলাচল এখনো স্বাভাবিক হয়ে উঠেনি। এখনও থেমে থেমে চলে চলছে সব প্রকার যানবাহন। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, রাত থেকেই প্রচণ্ড কুয়াশা পড়েছে। তাই এই যানজট সৃষ্টি হয়েছে। আমরা যান চলাচল স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি।
Source: Ittefaq
ফিচার বিজ্ঞাপন
Dubai (City tour- Abu Dhabi- Burj Khalifa) 6D/5N
Kandy, Nuwara Eliya & Colombo 5D/4N
ব্যাংকক-ফুকেট-ফিফি আইল্যান্ড-সাফারি ওয়ার্ল্ড ৬দিন ৫ রাত
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
২৪৩ বার পড়া হয়েছে