৫০ এর দশ থেকেই একটি টিউব ও দুই পাশে দুই ডানা নিয়েই উড়ছে প্লেন। তবে এবার ডিজাইনে কিছুটা পরিবর্তন আনছে এয়ারবাস। টিউব-উইং মিশেলে তিনকোণা আকৃতির প্লেন তৈরি করবে তারা।

গত সপ্তাহে সিঙ্গাপুরের এয়ার শোতে তারা নতুন মডেল ‘দ্য মাভেরিক’ উন্মোচন করে। তবে এটি প্লেনটির কোড নেম। আসল নাম এখনো প্রকাশ করা হয়নি।

এয়ারবাস জানিয়েছে, প্রচলিত প্লেনের চেয়ে এতে তেল খরচ ২০ শতাংশ কমবে। টিউব ও উইং একত্রে মিশে যাওয়ায় প্লেনটিতে জানালা থাকবে খুবই কম। একই সঙ্গে সিটিং অ্যারেঞ্জমেন্টও বদলাবে। প্লেনের ইঞ্জিন বসানো হবে বডির উপরে। ফলে প্লেন টেক অফের সময় যারা মাটিতে থাকবেন তারা শব্দ দূষণ থেকে রক্ষা পাবেন।

ইউরোপিয়ান কোম্পানি এয়ারবাস ২০১৭ সাল থেকে ‘দ্য মাভেরিক’ নিয়ে কাজ করছে। মাভেরিক প্লেনটি লম্বায় হবে ৬ দশমিক ৫ ফুট এবং ডানা হবে সাড়ে ১০ ফুট প্রশস্ত।গত বছর থেকে মধ্য ফ্রান্সের একটি অজানা স্থানে প্লেনটি নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে।

ফিচার বিজ্ঞাপন

Toyota Allion 2014 G Package

মূল্য: ২৩,৫০,০০০ টাকা

Cambodia (Phnom Penh & Siem Reap) 6D/5N

মূল্য: 43,900 Taka

Domain Registration

মূল্য: ১,৫০০ টাকা

৩০ বছর আগে তৈরি যুক্তরাষ্ট্রের বোমারু প্লেন বি-২ বোম্বারে ব্লেন্ডেড বডি উইং ডিজাইন দেখা গেছে। এই ধরণের প্লেন চালানো খুবই কঠিন। তবে আকাশে এটি সহজে বাঁক নিতে পারবে।

এই ডিজাইনের প্লেন দিয়ে কবে নাগাদ বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করা হবে তা এখনও জানা যায়নি।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



৩৫১ বার পড়া হয়েছে