রাজধানীর বাজারে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডাল, সবজি, ডিমের দাম। তবে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। শুক্রবার (১১ জুন) রাজধানীর শনিরআখড়া, যাত্রাবাড়ী, স্বামীবাগ, কাপ্তান বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, প্রতি ডজন মুরগির ডিম ১০৫ টাকায়, দেশি মুরগির ডিম ১৬০ টাকা থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে প্রতি ডজন মুরগির ডিম ৯৫ টাকায়, দেশি মুরগির ডিম ১৫০ টাকা থেকে ১৬০ টাকায় বিক্রি হয়েছে। সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ডিমের দাম বেড়েছে ১০ টাকা থেকে ২০ টাকা। তবে হাসের ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি ডজন হাসের ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
কৃষি বাজারের স্বত্বাধিকারী আয়নাল হক রাইজিংবিডিকে বলেন, বাজারে ডিমের দাম প্রতিদিন ওঠানামা করে। কখনও বাড়ছে, কখনও কমছে। চাহিদা বেশি সাপ্লাই কম থাকলেই বাড়ে। আবার চাহিদা কম সাপ্লাই বেশি তখন কমে।
এদিকে, বাজারে মাঝারি দানার মসুর ডালের দাম প্রতি কেজি ৯০ টাকা থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে প্রতি কেজি মসুর ডাল ৮৫ থেকে ৯৫ টাকায় বিক্রি হতো। এছাড়া বড় দানার মসুর ডাল প্রতি কেজি ৭৫ টাকা থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে এসব ডাল ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়েছিল। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি বড় এবং মাঝারি দানার মসুর ডালের দাম বেড়েছে।
বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৪৬ থেকে ৫০ টাকায়, আমদানি করা পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে প্রতি কেজি পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকায় টাকায় বিক্রি হয়েছে। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে।
প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৪০ টাকায় থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১১৫ টাকা থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ৬৭০ টাকা থেকে ৭৩০ টাকায় বিক্রি হচ্ছে।
প্রতি কেজি পটল ৫০ থেকে ৬০ টাকায়, করোলা ৬৫ থেকে ৭৫ টাকায়, শসা ৫০ থেকে ৬০ টাকায়, বরবটি ৭০ থেকে ৮০ টাকায়, বেগুন ৪০ থেকে ৫৫ টাকায়, কাঁচা মরিচ ৬০ থেকে ৮০ টাকায়, টমেটো ৬৫ থেকে ৮০ টাকায়, পেঁপে ৪০ থেকে ৫০ টাকায়, কাকরোল ৫০ থেকে ৬০ টাকায়, ঝিঙ্গা ৫৫ থেকে ৬৫ টাকায়, দোন্দল ৫০ থেকে ৬০ টাকায়, ভেন্ডি ৫০ থেকে ৬০ টাকায়, প্রতিহালি কাচা কলা ৪০ টাকায় বেচাকেনা হচ্ছে।
ফিচার বিজ্ঞাপন
Dubai (City tour- Abu Dhabi- Burj Khalifa) 6D/5N
তুরস্ক ভিসা (বিজনেসম্যান)
বালি-লম্বক-গিলি আইল্যান্ড ৭দিন ৬ রাত
বাজারে প্রতি পিস লাউ ৫০ থেকে ৬০ টাকায়, জালি ৫০ থেকে ৬০ টাকায়, চাল কুমড়া ৫০ থেকে ৬০ টাকায়, বাধা কপি ৬০ টাকা, ফুলকপি ৫০ টাকায়, মিষ্টি কুমড়া (ছোট) ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া বাজারে প্রতি কেজি ধনিয়াপাতা ২৫০ টাকায়, পুইশাক ৩০ টাকায়, কেপসিকাম ৩০০ টাকায়, পুদিনা পাতা ২০০ টাকায় বিক্রি হচ্ছে। যাত্রাবাড়ী বাজারের সবজি ব্যবসায়ী সুমন হাওলাদার রাইজিংবিডিকে বলেন, বৃষ্টির কারণে পাইকারী বাজারে সবজির দাম বাড়ায় খুচরা বাজারেও তার প্রভাব পড়েছে।
বাজারে প্রতি কেজি আলু ১৮ থেকে ২৫ টাকায়, দেশি রসুন ৬৫ থেকে ৯০ টাকায়, আমদানি করা রসুন ১১০ টাকা থেকে ১২০ টাকায়, আদা ৮০ থেকে ১০০ টাকায়, আমদানি করা আদা ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
Source: Risingbd
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
Online Shopping BD (Facebook Live)১৭৭ বার পড়া হয়েছে