দেশের সবচেয়ে বড় অনলাইন শপ দারাজ (Daraz.com.bd) এই প্রথমবারের মত ব্র্যান্ডপ্রেমীদের জন্য আয়োজন করেছে দারাজমল ফেস্ট। এই উৎসব উপলক্ষে ৫ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত দারাজমলে থাকবে ৮০% পর্যন্ত ডিসকাউন্ট এবং আকর্ষণীয় সব অফার।
ক্রেতারা যাতে দারাজের প্রায় ৫০ লাখেরও বেশি পণ্যের মধ্য থেকে নিশ্চিন্তে ব্র্যান্ডের আসল পণ্য বেছে নিতে পারে, সেই জন্যই চালু করা হয়েছে দারাজমল ফিচারটি। দারাজমল থেকে পণ্য কেনার সুবিধাগুলো হল- এতে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের অফিশিয়াল স্টোর, এখানে আছে শতভাগ আসল পণ্য, ১৪ দিনের মধ্যে ক্রয় করা পণ্য ফেরত দেওয়ার সুবিধা।
দারাজমলের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে শেক শেক ভাউচার, আই লাভ ভাউচার, বিভিন্ন ব্র্যান্ড ভাউচার ও ডেইলি ফ্ল্যাশ সেল।
ক্যাম্পেইনের সেরা ৫টি উল্লেখযোগ্য ডিলের মধ্যে রয়েছে মাত্র ১৩,৪৮৫ টাকায় দুরন্ত বাইসাইকেল সহ মাত্র ১১,০৯০ টাকায় ফাইভ ওয়ে ম্যানুয়াল ট্রেডমিল। এছাড়া মাত্র ১৩,৮৪০ টাকায় শাওমি এ ওয়ান (A1) স্মার্টফোন ছাড়াও থাকছে মাত্র ৩,০৫০ টাকায় ক্যাসিও এন্টাইজার অ্যানালগ মেনজ ওয়াচ ও মাত্র ১২,৬৫০ টাকায় হাই কুল স্মার্ট আই সিম্ফনি এয়ার কুলার।
ফিচার বিজ্ঞাপন
Maldives (Hulhumale & Fun Island) 3D/2N
তুরস্ক ভিসা (বিজনেসম্যান)
বাংকক-পাতাইয়া-কোরাল আইল্যান্ড-ফুকেট-সাফারি ওয়ার্ল্ড ৬দিন ৫ রাত
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
৮৮৪ বার পড়া হয়েছে