শীত পেরিয়ে প্রকৃতিতে ইতোমধ্যে গরমের আবহ শুরু হয়ে গেছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে গরমের তীব্রতা বাড়বে। বিশেষ করে আসন্ন গ্রীষ্মকালে সূর্যের প্রখর তাপে তপ্ত হবে পরিবেশ। তীব্র গরম থেকে রক্ষা পেতে ইচ্ছা জাগবে এসির শীতল বাতাসে শরীর ও মন জুড়িয়ে নিতে। 

শীতকালের পুরো সময় যেহেতু এসি বন্ধ ছিল, তাই দীর্ঘদিন বন্ধ থাকার পর গরমের শুরুতে এসি ব্যবহারের ক্ষেত্রে কিছু বিষয়ে সচেতন থাকতে হবে। যেমন:

* এসি চালু করার আগে এসির এয়ার ফিল্টারে ময়লা আছে কিনা কিংবা বৈদ্যুতিক সংযোগ, সকেট, ফিল্টার ঠিক আছে কিনা নিশ্চিত হতে হবে। সামান্য অসাবধানতায় ঘটতে পারে বড় দুর্ঘটনা।

* বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন অব্যবহৃত থাকা এসি চালু করার আগে চেকআপ ও সার্ভিসিং করানো ‍উচিত।

* দীর্ঘদিন এসি চালু না থাকার কারণে এয়ার ফিল্টার ধুলোয় ভরে যায়। ধুলো জমার কারণে বাতাস চলাচল বাধা পায়, ফলে এসি ঠিকমতো কাজ করতে পারে না।

* দীর্ঘ সময় পর বন্ধ এসি চালু করতে গেলে এসি থেকে শব্দ হতে পারে। এমনকি পানিও পড়তে পারে।

* এসি অনেকদিন বন্ধ থাকলে এর কুলিং বা ঠাণ্ডা করার ক্ষমতা কমে যায়। এক্ষেত্রে এসির ভেতরের নেট খুলে ধুলা পরিষ্কার করে নিতে হবে। ফিল্টার পানি দিয়ে পরিষ্কার করতে পারেন। খুব বেশি ময়লা জমে গেলে একটু ডিটারজেন্ট পাউডার বা লিক্যুইড সাবান দিয়ে পরিষ্কার করা যেতে পারে।

ফিচার বিজ্ঞাপন

ভুঁড়ি কমান, সুস্থ থাকুন

মূল্য: ১০২৫ টাকা

যমুনা রিসোর্ট প্রাইভেট ডে লং ট্যুর

মূল্য: ১৫০০ টাকা জনপ্রতি

* খুব সহজেই বাসায় এয়ারকন্ডিশনারের ফ্যান পরিষ্কার করা যায়। শুকনো কাপড়, ব্রাশ কিংবা এয়ার ব্লোয়ার থাকলে এয়ারকন্ডিশনারের ফ্যানের ব্লেডে আটকে থাকা ময়লা পরিষ্কার করে ফেলুন।

* এসির সর্বোত্তম পারফরম্যান্সের জন্য প্রতি দুই সপ্তাহে একবার ফিল্টার পরিষ্কার করতে হবে। 

* কুলিং একেবারে বন্ধ হয়ে গেলে বুঝতে হবে এসির ভেতরে গ্যাস ফুরিয়ে গেছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গ্রাহক সেবা প্রদানকারী প্রতিনিধিদের মাধ্যমে গ্যাস রিফিল করে নিতে পারেন।

Source: Risingbd

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনুন

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনু...



১৮৩ বার পড়া হয়েছে