আগামী দুই বছরের মধ্যে ঢাকাকে রিকশামুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। মঙ্গলবার (৯ জুলাই) রাজধানীর একটি হোটেলে সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এক আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালার সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আতিকুল ইসলাম।

এসময় কুড়িল-বিশ্বরোডে রিকশা চলাচল বন্ধের প্রসঙ্গ টেনে মেয়র বলেন, ঢাকা শহরে যত সড়ক আছে সেগুলো একত্রিত করলে ২০ হাজার কিলোমিটার হয়। কিন্তু আমরা রিকশা বন্ধ করতে পেরেছি মাত্র ১০ কিলোমিটার সড়কে। আমাদের পরিকল্পনা আছে দুই বছরের মধ্যে ঢাকাকে রিকশাশূন্য করার।

এ ধরনের আন্তর্জাতিক কর্মশালার মাধ্যমে বাংলাদেশ উপকৃত হবে আশা প্রকাশ করে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, নব্বইয়ের দশকে কোরিয়ার সিউল শহরের ট্রাফিকের কী অবস্থা ছিল আর সেখান থেকে কী উন্নতি হয়েছে শহরটিতে আজ আমরা সেটি দেখতে পারি। আমাদের দেশের বাস খুবই ঝুঁকিপূর্ণ। আমরা এখন আমাদের এই অবস্থা দেখছি। কিন্তু ‘নলেজ শেয়ারিং’ এর মাধ্যমে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের কাছ থেকে আমরা তাদের অভিজ্ঞতার বিষয়ে জানতে পারছি। আমরা বিআরটি, মেট্রোরেলের মতো প্রকল্প বাস্তবায়ন করছি।

ঢাকার গণপরিবহনে নিয়ম-শৃঙ্খলা নেই উল্লেখ করে তিনি আরো বলেন, আমাদের গণপরিবহন ব্যবস্থায় নিয়ম-শৃঙ্খলা নেই। নিয়ম-শৃঙ্খলা বলতে ব্যবসায়িক নিয়ম থাকতে হবে, আর্থিক নিয়ম থাকতে হবে। এমনকি প্রাতিষ্ঠানিক কাঠামো থাকতে হবে। আমাদের এখানে সেটা নেই। পরিবহন ব্যবস্থাকে একটি বিজনেস মডিউল দিতে হবে। সবাই যে যার মতো ব্যবসা করছে। সেখান থেকে সবাইকে এই মডিউলের বেতন নিয়ে আসতে হবে।

ফিচার বিজ্ঞাপন

Singapore Tour with Universal Studios & Sentosa 5D/4N

মূল্য: ৩৮,৯০০ টাকা

Moscow, Novosibirsk & Irkutsk 7D/6N

মূল্য: 147,000 Taka

Cairo & Luxor 5D/4N

মূল্য: 62,900 Taka

অনুষ্ঠান শেষে রিকশা মালিক ও চালকদের আন্দোলন সম্পর্কে প্রশ্ন করা হলে মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা আগামীকাল (১০ জুলাই) দুপুর ১২টায় রিকশাচালক ও মালিকদের নগর ভবনে ডেকেছি। আমরা তাদের সঙ্গে কথা বলতে চাই, তাদের সমস্যার কথা শুনতে চাই। আমরা তাদের বোঝাতে চাই যে নগরীর বৃহত্তর স্বার্থে এ ধরনের পদক্ষেপ নিতে হবে। ইতোমধ্যে রিকশা বন্ধের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নাগরিক সমাজ। ঢাকাকে রিকশামুক্ত করার প্রক্রিয়া আজ বা কাল তো শুরু করতেই হবে। তাই আমরা তাদের বোঝাবো। রিকশারর পরিবর্তে কুড়িল-বিশ্বরোডে বিআরটিসির চক্রাকার গাড়ি নামানোর চিন্তা করছি আমরা।

কর্মশালার সমাপনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের অপারেশন্স ম্যানেজার ডান ডান চেন। সূচনা বক্তব্য রাখেন বিশ্বব্যাংকের সিনিয়র ট্রান্সপোর্ট স্পেশালিস্ট নুপুর গুপ্তা। সবশেষে ভোট অব থ্যাংকস উপস্থাপন করেন ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেসন অথরিটি (ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ) ডিটিসিএ এর নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...



৭৯৫ বার পড়া হয়েছে