সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে প্রবেশের ক্ষেত্রে করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করা হয়েছে। রবিবার এক বিবৃতিতে এমনটি জানিয়েছে দুবাইয়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। সেখানে বলা হয়, শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাত অনুমোদিত করোনা টিকার দুটি ডোজ গ্রহণকারী দুবাইতে প্রবেশ করতে পারবে। এই সিদ্ধান্তের আওতাভুক্ত হবে দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া এবং ভারত। যা কার্যকর হবে আগামী ২৩ জুন থেকে।
বিবৃতিতে ভারত থেকে আসতে চাওয়া যাত্রীদের ক্ষেত্রে বলা হয়েছে, যারা বৈধ রেসিডেন্ট ভিসাধারী শুধু তারাই দুবাই প্রবেশ করতে পারবেন। তবে তাদের নেওয়া থাকতে হবে করোনা টিকার দুটি ডোজই। গালফ নিউজের এক প্রতিবেদন জানায়, ভারতের যাত্রীদের দুবাই আসার আগেই নিজ দেশে কোভিড-১৯ টেস্ট করাতে হবে। যাদের নেগেটিভ আসবে তারাই শুধু প্রবেশ করতে পারবে। করোনা টেস্ট সার্টিফিকেটের মেয়াদ থাকতে হবে ৭২ ঘণ্টা।
করোনার টিকাগ্রহণ ও পিসিআর টেস্টের শর্ত সাপেক্ষে দক্ষিণ আফ্রিকা এবং নাইজেরিয়ার ভ্রমণকারীদেরও প্রবেশ করতে দেয়া হবে দুবাইতে। এদেরও প্রয়োজন হবে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট। যার মেয়ার থাকতে হবে ৭২ ঘণ্টা।
এসব দেশে ছাড়াও নিজ দেশের নাগিরকদের প্রবেশ করার সুযোগ দিচ্ছে দুবাই। এদের ক্ষেত্রেও শিথিল করা হয়েছে করোনা বিধিনিষেধ। সংযুক্ত আরব আমিরাত অনুমোদিত করোনা টিকাগুলো হলো চীনের সিনোফার্ম, ফাইজার-বায়োটেক, রাশিয়ার স্পুটনিক ও অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা।
ফিচার বিজ্ঞাপন
Dubai (City tour- Dhow Cruise- Desert safari- Abu Dhabi tour) 5D/4N
Toyota Allion 2014 G Package
Kathmandu-Pokhara-Nagarkot-Bhoktopur 5D/4N
চলতি বছরের এপ্রিলের শেষের দিকে ভারতসহ বেশকিছু দেশের নাগরিকদের জন্য সীমান্ত বন্ধ ঘোষণা করে দুবাই। করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ রোধে এমন সিদ্ধান্ত নিয়েছিল তারা। এছাড়া গত মাসে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার থেকে আসা যাত্রীদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। যা এখনও কার্যকর রয়েছে। এসব দেশের নাগরিকরা বাণিজ্যিক কোন ফ্লাইটে করে আমিরাতে ঢুকতে পারছেন না।
Source: Ittefaq
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...
২৫৯ বার পড়া হয়েছে




