রাজধানী ঢাকার সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের অধিকাংশ দূরপাল্লার বাসেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। তবে, বাসস্ট্যান্ড ও টার্মিনালগুলোয় ঝুলিয়ে রাখা হয়েছে ‘মাস্ক না পরে ভ্রমণ নিষেধ’, ‘স্বাস্থ্যবিধি নিজে মানুন অন্যকে উৎসাহিত করুন’ সংবলিত ব্যানার। গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল ও মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালসহ রাজধানীরি বিভিন্ন বাসস্ট্যান্ড সরেজমিনে ঘুরে এমন দৃশ্যই দেখা গেছে।
বাস টার্মিনালে দেখা গেছে, কাউন্টারের বেশিরভাগ টিকিট বিক্রেতা ও ম্যানেজারের মুখে মাস্ক নেই। নেই জীবাণুনাশক ব্যবস্থাও। তবে, কারও কারও কাছে মাস্ক থাকলেও
তা থুঁতনিতে ঝুলছে। বাসে ওঠার দরজায় নেই জীবাণুনাশক পাপোশ। সিটগুলোও অন্য সাধারণ সময়ের মতোই রাখা হয়েছে।
মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের ভেতরে ঢুকতেই দেখা গেলো ভবনের পিলারের সঙ্গে এনা পরিবহনের সৌজন্যে টানানো হয়েছে ‘মাস্ক ব্যতিত ভ্রমণ করা নিষেধ, মাস্ক ব্যবহার করুন, নিজে বাঁচুন ও অন্যকে বাঁচান’ লেখা সংবলিত ব্যানার। তবে, এনা পরিবহনের কাউন্টারে গিয়ে দেখা গেলো, হ্যান্ড-স্যানিটাইজার বা জীবাণুনাশক কোনো স্প্রে নেই। যারা টিকিট বিক্রি করছেন, তাদের মুখেও মাস্ক নেই। গাড়ির দরজায় নেই জীবাণুনাশক পাপোশ। চোখে পড়েনি হ্যান্ড-স্যানিটাইজারও।
এদিকে গাবতলি বাস টার্মিনালের চিত্রও একই। এখান থেকে দেশের উত্তর-প্রশ্চিম ও দক্ষিণাঞ্চলের বাস ছেড়ে যায়। কোনো বাসেই নেই স্বাস্থ্যবিধি মানার ব্যবস্থা।
রাজধানীর কলাবাগান থেকে চট্টগ্রাম-রাঙ্গামাটি-বান্দরবন-কক্সবাজারসহ আরও কয়েকটি রুটে বিভিন্ন কোম্পানির বাস ছেড়ে যায়। সেখানে সেন্টমার্টিন পরিবহনের কাউন্টারে গিয়ে দেখা গেছে, ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করছেন। কিন্তু তাদের অধিকাংশেরই মুখে মাস্ক নেই। আবার কাউন্টারেও রাখা হয়নি হ্যান্ড স্যানিটাইজার। কিছু যাত্রী হ্যান্ড স্যানিটাইজার নিয়ে এসেছেন। কিছুক্ষণ পর পর হাতে মেখে নিচ্ছেন। তবে তাদের সংখ্যা খুব কম।
ফিচার বিজ্ঞাপন
থাইল্যান্ড ভিসা (বেসরকারি চাকুরীজীবী)
১৬ আনি মুন্সীগঞ্জ প্রাইভেট ডে লং ট্যুর
কানাডা ভিসা
গাবতলী থেকে গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, পিরোজপুর রুটের সেবা গ্রিন লাইন পরিবহনে গিয়ে দেখা গেছে অন্য চিত্র। এই পরিবহনের যাত্রীদের যাত্রাপথে একটি করে মাস্ক দেওয়া হচ্ছে বিনামূল্যে। যদি কেউ মাস্ক না পরে বাসে ওঠেন, তাহলে মাস্ক পরার অনুরোধ করা হয়।’ বিভিন্ন কাউন্টারে খোঁজ নিয়ে জানা গেছে, কিছু কিছু পরিবহনে হ্যান্ড স্যানিটাইজার না রাখলেও যাত্রীদের মাস্ক ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আবার কেউ কেউ ফ্রি মাস্ক বিতরণও করছেন।
Source: Risingbd
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
৩৫০ বার পড়া হয়েছে





