ঢাকার সাভার ও কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির সাড়ে ছয় শতাধিক পাখি উদ্ধার করেছে ঢাকার বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের একটি দল। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাভারের আশুলিয়ার ইটখোলা, জিরাবো এবং কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে এসব পাখি উদ্ধার করা হয়। উদ্ধার করা পাখির মধ্যে ২১০টি মুনিয়া, ৪২০টি তোতা ও ২১টি ঘুঘু রয়েছে।

বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাসে রাজধানীতে পাখি নিয়ে আসছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সকালে টঙ্গী-আশুলিয়া-ডিইপিজেড সড়কের আশুলিয়ার জিরাবো ও ইটখোলা এলাকা থেকে কিছু পাখি উদ্ধার করা হয়। পরে এই সূত্র ধরে ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে আরও বেশকিছু পাখি উদ্ধার করা হয়। সব মিলিয়ে মুনিয়া, তোতা ও ঘুঘু প্রজাতির মোট ৬৫১টি পাখি উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, উদ্ধার করা পাখিগুলো মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে (বোটানিক্যাল গার্ডেন) অবমুক্ত করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনুন

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনু...



৪৭৫ বার পড়া হয়েছে