Suzuki GSX 125 বাইকে দেয়া হয়েছে ১২৫সিসি এয়ার কুল ইঞ্জিন। ইঞ্জিন থেকে 10.4 BHP @ 9000 RPM & 9.2 NM of Torque @ 7000 RPM পর্যন্ত শক্তি উৎপন্ন হয়। এছাড়া বাইকটি কার্বুরেটর এবং ইঞ্জিনের সাথে ৫ স্পিড গিয়ার বক্স এর সাথে সেলফ ও কিক স্টার্ট দেয়া হয়েছে।

বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে ১৬৭মিমি এবং এর স্যাডেল হাইট হচ্ছে ৭৬৫মিমি। বাইকটি ওজনে প্রায় ১২৬কেজি এবং এর ফুয়েল ট্যাংকে প্রায় ১৪.২ লিটার ফুয়েল নেয়া যায়। এই সেগমেন্টের অন্যান্য বাইকের মত এই বাইকেও দেয়া হয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন এবং রেয়ারে দেয়া হয়েছে হাইড্রোলিক কয়েল স্প্রিং ড্যাম্পার।

যদিও টায়ারের হচ্ছে ২.৭৫/১৮ ইঞ্চি, তবে রেয়ার টায়ার হচ্ছে ৯০ সেকশনের। আমরা আশা করছি এটা অন্যান্য বাইকের চেয়ে ভাল হবে কারণ এই সেগমেন্টের অনেক বাইকে সাধারণত ৯০ সেকশন রেয়ার টায়ার নেই। সুজুকি ফ্রন্ট এবং রেয়ার দু জায়গাতেই টিউবলেস টায়ার দিয়েছে। যদিও রেয়ার ব্রেক হচ্ছে ড্রাম ব্রেক, তবে ফ্রন্ট ব্রেক হচ্ছে ডিস্ক ব্রেক যা সামনের বাম পাশে দেয়া হয়েছে।

এছাড়া বাইকটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ফুয়েল ট্যাংকের দুপাশে স্রাউড, থ্রি-পার্ট হ্যান্ডেল বার, এনালগ স্পিডমিটার, হ্যালোজেন হেডলাইট, বাল্ব টেইলাইট, মেইনটেন্যান্স ফ্রী ব্যাটারি। বাইকটি তিনটি ভিন্ন ভিন্ন কালারে পাওয়া যাবে কালো, লাল এবং নীল।

গত চার মাস ধরে বাংলাদেশ সহ পুরো পৃথিবী কোভিড-১৯ এর সাথে লড়াই করে যাচ্ছে। অনেকেই গণ পরিবহন এড়িয়ে মোটরসাইকেল ও সাইকেলে ভ্রমণ করছেন। যাতে করে সংক্রামণ এড়িয়ে যাওয়া যায়। এছাড়া বাইক অনেক বেশি দ্রুত এবং ফুয়েল ইফিসিয়েন্ট।

ফিচার বিজ্ঞাপন

সিঙ্গাপুর ভিসা (চাকুরীজীবী)

মূল্য: ১০,০০০ টাকা

কালিজিরার তেল

মূল্য: ১৬০০ টাকা/কেজি

Kathmandu-Nagarkot 4D/3N

মূল্য: ১২,৯০০ টাকা

এই অবস্থায় ১১০-১২৫ সিসি সেগমেন্টের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। আর সুজুকির এই সেগমেন্টে বাইক কম ছিল। আশা করা যাচ্ছে Suzuki GSX 125 বাইকটি এই শুন্যস্থান পূরন করবে।

Source: bikebd

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছে

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...



৩৭১ বার পড়া হয়েছে