চলতি মাসের প্রথম ছয় দিনে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৭৩৫ জন ভর্তি হয়েছে। অন্যদিকে জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৯১ জন। আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়েছে।বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ২৭৫ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে রাজধানীর হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ২২০ জন। গত জুলাই থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫২ জন মারা গেছে। এর মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে গত আগস্ট মাসে। গত মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৩৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২৩৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছে। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ১ হাজার ৭৪ জন। রাজধানীর হাসপাতালগুলোর মধ্যে পর্যন্ত সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে মিটফোর্ড হাসপাতালে।
ফিচার বিজ্ঞাপন
মৈনট ঘাট প্রাইভেট ডে লং ট্যুর
Domain Registration
Email Marketing
হাসপাতালটিতে ভর্তি হয়ে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছে ১ হাজার ৯২০ জন। আর বেসরকারি হাসপাতালের মধ্যে সর্বোচ্চ ৬৮৪ জন চিকিৎসা নিয়েছে কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
শক্তিশালী ইলেকট্রিক গ্রাইন্ডারের দাম জেনে নিন১৩০ বার পড়া হয়েছে