দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পারাপারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে শত শত যানবাহন। এছাড়া ঘন কুয়াশার কারণে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করতে দেখা গেছে।

সরেজমিন শনিবার ভোরে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় গিয়ে দেখা যায়, গোয়ালন্দ মোড় এলাকা থেকে রাজবাড়ীমুখী কল্যাণপুর নতুন রাস্তা পর্যন্ত মহাসড়কে আটকে আছে কয়েকশ  ট্রাকের লম্বা সারি।

জানা যায়, গত শুক্রবার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত যাত্রীবাহী বাস ও চালকদের সারা রাত আটকে থাকতে দেখা যায়।

দিগন্ত পরিবহনের যাত্রী কাউসার আহম্মেদ বলেন, রাত ২টার দিকে দৌলতদিয়া ঘাটে এসে আটকে আছি। পাবলিক টয়লেট না থাকায় চরম ভোগান্তিতে আছি বলে জানান তিনি। বিআইডব্লিটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আবদুল্লাহ  রনি বলেন, কুয়াশার পরিমাণ হঠাৎ করে বেড়ে যাওয়ায় আটকে থাকা যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ নৌরুটে  বর্তমানে ১৬টি ফেরি চলাচল করছে। তবে দুর্ভোগ কমাতে আটকে থাকা যাত্রীবাহী বাসগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে নদী পার করা হচ্ছে বলে জানান ওই কর্মর্কতা।

ফিচার বিজ্ঞাপন

Manila & Angeles City 5D/4N

মূল্য: 55,900 Taka

Maldives (Centara Ras Fushi Resort & Spa) 3D/2N

মূল্য: ৫৯,৯০০ টাকা

Source: Jugantor

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছে

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...



৩১৭ বার পড়া হয়েছে