আপনাদের লাভের কথা ভেবেই নগদ ও গ্রামীণফোন নিয়ে এসেছে আনলিমিটেড ক্যাশব্যাক অফার। এখন নিজের অথবা প্রিয়জনের গ্রামীণফোন নাম্বারে নির্দিষ্ট পরিমাণ রিচার্জ করলেই পাচ্ছেন পছন্দের ইন্টারনেট, ভয়েস ও বান্ডেল প্যাকের সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। যতবার নগদ-এ রিচার্জ করবেন ততবারই পাবেন এই ক্যাশব্যাক।

অফারের বিস্তারিত:

১। নিজের বা প্রিয়জনের যেকোন গ্রামীণফোন নাম্বারে নগদ-এর মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ রিচার্জ করলেই ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন নিচের টেবিলের প্যাকেজগুলোতে-

রিচার্জের পরিমাণপ্যাকের ধরনপ্যাকের বিবরণক্যাশব্যাকমেয়াদঅফার শুরুঅফার শেষ
৬৩ইন্টারনেট৩ জিবি৫ টাকা৭২ ঘণ্টা
(৩ দিন)
২৪ জুলাই,২০২১৫ অগাস্ট,২০২১
৯৭     বান্ডেল২ জিবি+ ৫০ মিনিট১০ টাকা৭ দিন২৪ জুলাই,২০২১৫ অগাস্ট,২০২১
১২৮ইন্টারনেট৮ জিবি১০ টাকা৭ দিন২৪ জুলাই,২০২১৫ অগাস্ট,২০২১
২০৯ভয়েস১ পয়সা / ১সেকেন্ড১৫ টাকা৬০ দিন২৪ জুলাই,২০২১৫ অগাস্ট,২০২১

২। এই ক্যাশব্যাকটি একাধিকবার উপভোগ করতে পারবেন, যদি অফার চলাকালে গ্রামীণফোন-এর প্রিপেইড ও পোস্টপেইড নাম্বারে নগদ এপ অথবা ইউএসএসডি-এর মাধ্যমে উপরের টেবিল অনুযায়ী রিচার্জ করেন।

৩। আপনার যেই নাম্বার দিয়ে নগদ একাউন্ট খুলেছেন/খুলবেন এবং উপরের টেবিল অনুযায়ী রিচার্জ করবেন, সেই নগদ একাউন্টেই ক্যাশব্যাকটি পাবেন।

৪। অফারের সকল শর্তাবলি পূরণ সাপেক্ষে ক্যাশব্যাকটি একাধিকবার উপভোগ করতে পারবেন।

৫। অফারের শর্তাবলি অনুযায়ী বিবেচিত হলে রিচার্জ করার পর ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন।

৬। অফারটি ২৪ জুলাই, ২০২১ থেকে ৫ আগস্ট, ২০২১ পর্যন্ত চলবে।

৭। অফারটি পেতে আপনার নগদ একাউন্টটি অবশ্যই সচল থাকতে হবে।

৮। এই অফারের প্যাকেজসমূহ সম্পর্কিত সকল তথ্যের দায়ভার ‘গ্রামীণফোন’-এর উপর। নগদ শুধু ক্যাশব্যাক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে দায়বদ্ধ।

৯। অফারের সব শর্ত পূরণ করার পরেও যদি আপনার নগদ একাউন্টের ব্যালেন্স সীমা অতিক্রম করার জন্য অথবা অন্য কোন কারণে ক্যাশব্যাক না পেয়ে থাকেন তবে, নগদ অফারের সময় শেষ হওয়ার পরবর্তী ০২ (দুই) মাসের মধ্যে ক্যাশব্যাকের অর্থ দেয়ার জন্য অতিরিক্ত একবার চেষ্টা করবে। তারপরেও যদি আপনি কোন কারণে ক্যাশব্যাক না পান, সেক্ষেত্রে নগদ এই ক্যাশব্যাকের জন্য আর দায়ী থাকবে না।

১০। নগদ এই শর্তাবলি পরিবর্তন/পরিবর্ধন/সংশোধন করার কিংবা কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই পুরো অফারটি বাতিল করার অধিকার রাখে।

১১। এই অফার সম্পর্কিত যেকোন সিদ্ধান্ত ‘নগদ’ কর্তৃক সংরক্ষিত এবং নগদ-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

১২। নগদ ঘোষণা করে যে,
ক) নগদ বা নগদ-এর কোন প্রতিনিধি, কখনোই আপনার কাছে নগদ একাউন্টের ওটিপি (OTP) বা পিন (PIN) চাইবেন না।
খ) নগদ বা নগদ-এর কোন প্রতিনিধি আপনাকে কোন প্রকার লেনদেন করতে বলবেন না।

গ) শুধু 16167 বা 096 096 16167 নাম্বার থেকেই আপনার সাথে যোগাযোগ করা হবে। এই অফার চলাকালে নগদ-এর মাধ্যমে টাকা দেওয়ার ক্ষেত্রে যেকোন প্রকার বিভ্রান্তি দেখা দিলে তা নিশ্চিত হবার জন্য 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করতে পারবেন।

ঘ) উপরের ঘোষণাগুলোর পরও তৃতীয় কোন পক্ষ কর্তৃক আপনার কোন ক্ষতি হলে, নগদ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

ঙ) এই অফার সম্পর্কে যেকোন প্রকার মতবিরোধ দেখা দিলে 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করার অনুরোধ করা হচ্ছে।

চ) এই অফারের বিস্তারিত বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লেখা থাকবে। বাংলা ও ইংরেজির মধ্যে কোন বিষয়ে দ্বিমত দেখা দিলে তখন ইংরেজি ভাষা প্রাধান্য পাবে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...



২৫৩ বার পড়া হয়েছে