সময়টা এখন কানেক্টেড থাকার আর কানেক্টেড থাকতে চাই দারুণ সব রিচার্জ প্যাক। তাই সবার সাথে কানেক্টেড রাখতেই নগদ ও রবি নিয়ে এসেছে ‘সুপার বৃহস্পতিবার’ রিচার্জ অফার। এখন নগদ একাউন্ট থেকে যেকোন রবি নাম্বারে নির্দিষ্ট পরিমাণ রিচার্জে থাকছে ইন্টারনেট ও টকটাইমে বোনাস। অফারটি চলবে এই জুলাই মাসজুড়ে প্রতি বৃহস্পতিবার।
অফারের বিস্তারিত:
১। নিজের বা প্রিয়জনের যেকোন রবি নাম্বারে নগদ দিয়ে নির্দিষ্ট পরিমাণ রিচার্জ করলেই অতিরিক্ত ইন্টারনেট ও টকটাইম উপভোগ করতে পারবেন নিচের টেবিল অনুযায়ী প্যাকেজগুলোতে-
প্যাকের ধরন | ডেনো | রেগুলার অফার | বৃহস্পতিবারের অফার | মেয়াদ |
ইন্টারনেট | ৩২ | ১ জি বি | ১.২ জি বি | ৩ দিন |
ইন্টারনেট | ১২৩ | ৬ জি বি | ৮ জি বি | ৭ দিন |
বান্ডেল | ৩৬৯ | ৮ জিবি+২৭৫ মিনিট | ১০ জিবি+৩০০ মিনিট | ২৮ দিন |
২। অতিরিক্ত ইন্টারনেট ও টকটাইম একাধিকবার উপভোগ করতে পারবেন, যদি এই জুলাই মাসের প্রতি বৃহস্পতিবার নগদ এপ অথবা ইউএসএসডি-এর মাধ্যমে রবি প্রিপেইড ও পোস্টপেইড নাম্বারে নির্দিষ্ট পরিমাণ রিচার্জ করেন উপরের টেবিল অনুযায়ী।
৩। আপনার নগদ একাউন্ট থেকে যেই রবি নাম্বারে উপরের টেবিল অনুযায়ী রিচার্জ করবেন, সেই রবি নাম্বারে অতিরিক্ত ইন্টারনেট ও টকটাইম পাবেন।
৪। অফারের সকল শর্তাবলি পূরণ সাপেক্ষে অফারটি একাধিকবার উপভোগ করা যাবে।
৫। অফারের শর্তাবলি অনুযায়ী বিবেচিত হলে রিচার্জ করার পর ইনস্ট্যান্ট এই অতিরিক্ত ইন্টারনেট ও টকটাইম পাবেন।
৬। অফারটি এই জুলাই মাসজুড়ে প্রতি বৃহস্পতিবার অর্থাৎ- ১, ১৫, ২২, এবং ২৯ তারিখ পর্যন্ত ধারাবাহিক ভাবে চলবে।
৭। এই রিচার্জ অফারটি পেতে আপনার নগদ একাউন্ট অবশ্যই সচল থাকতে হবে।
৮। অফারের প্যাকেজসমূহ ও অতিরিক্ত ইন্টারনেট ও টকটাইম সম্পর্কিত সকল তথ্যের দায়ভার এয়ারটেল-এর উপর। নগদ শুধু পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে দায়বদ্ধ।
ফিচার বিজ্ঞাপন
SIliguri – Gangtok – Lachung (Sikkim) 7D/6N
১৬ আনি মুন্সীগঞ্জ প্রাইভেট ডে লং ট্যুর
Kathmandu-Pokhara 5D/4N
৯। নগদ এই শর্তাবলি পরিবর্তন/পরিবর্ধন/সংশোধন করার কিংবা কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই পুরো অফারটি বাতিল করার অধিকার রাখে।
১০। এই সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত নগদ কর্তৃক সংরক্ষিত এবং নগদ-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১১। নগদ ঘোষণা করে যে,
ক) নগদ বা নগদ-এর কোন প্রতিনিধি, কখনই আপনার কাছে নগদ একাউন্টের ওটিপি (OTP) বা পিন (PIN) চাইবেন না।
খ) নগদ বা নগদ-এর কোন প্রতিনিধি আপনাকে কোন প্রকার লেনদেন করতে বলবেন না।
গ) শুধু 16167 বা 096 096 16167 নাম্বার থেকেই আপনার সাথে যোগাযোগ করা হবে। এই অফার চলা সময়ে নগদ-এর মাধ্যমে টাকা দেওয়ার ক্ষেত্রে যেকোন প্রকার বিভ্রান্তি দেখা দিলে তা নিশ্চিত হবার জন্য 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করতে পারবেন।
ঘ)উপরের ঘোষণাগুলোর পরও তৃতীয় কোন পক্ষ কর্তৃক আপনার কোন ক্ষতি হলে, নগদ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
ঙ) এই অফার সম্পর্কে যেকোন প্রকার মতবিরোধ দেখা দিলে 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করার অনুরোধ করা হচ্ছে।
চ) এই অফারের বিস্তারিত বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লেখা থাকবে। বাংলা ও ইংরেজির মধ্যে কোন বিষয়ে দ্বিমত দেখা দিলে তখন ইংরেজি ভাষা প্রাধান্য পাবে।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
শক্তিশালী ইলেকট্রিক গ্রাইন্ডারের দাম জেনে নিন১৬৬ বার পড়া হয়েছে