Lifan KPR বাইকটি বাংলাদেশের স্পোর্টস বাইক প্রেমীদের কাছে জনপ্রিয়, কারন বাইকটি ২ লাখ টাকার মধ্যে । এখন পর্যন্ত প্রায় ১৮০০+ কেপিআর ৪ বছর ধরে বাংলাদেশের রাস্তায় চলাচল করছে । ৫ম ঢাকা বাইক শোতে রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শো লঞ্চ করেছে Lifan KPR165R যার সাথে যুক্ত করা হয়েছে সম্পূর্ন নতুন NBF 2 ইঞ্জিন ।

Lifan KPR165R এ দেয়া হয়েছে ১৬৫সিসি বিশিষ্ট কার্বুরেটর ইঞ্জিন । ইঞ্জিনটি থেকে প্রায় ১৬.৮ BHP এবং ১৭ NM টর্ক পর্যন্ত ক্ষমতা উৎপন্ন করতে সক্ষম । আর এর সাথেই যুক্ত করা হয়েছে ৬-স্পিড গিয়ার বক্স । পাওয়ার ডেলিভারীর দিক থেকে বাইকটি আগেই মতই রয়েছে, তবে আগের ফুয়েল ইঞ্জেক্ট ইঞ্জিনের পরিবর্তে সেখানে যুক্ত করা হয়েছে কার্বুরেটর ইঞ্জিন ।

নতুন এই NBF 2 ইঞ্জিনে কি রয়েছে?

NBF 2 ইঞ্জিন এ কি রয়েছে । নতুন এই ইঞ্জিনটি বিশেষত্বই বা কি ? বাইকের ইঞ্জিনের পাওয়ার ডেলিভারী আগেই মতই রয়েছে, তবে তারা ইঞ্জিনের কিছুটা পরিবর্তন এনেছে । যেখানে তারা দিয়েছে ক্র্যাঙ্ককেস, আগের চেয়ে কুলেন্ট বেশি প্রাবাহিত হচ্ছে, ট্রান্সমিশনেও এসেছে নতুনত্ব এবং তারা আরও যা যোগ করেছে তা হলো ওয়েল ফিল্টার, যা আগের ভার্সনটিতে ছিল না । লিফান বিশ্বাস করে যে, এই সমস্ত নতুন কিছু যা যুক্ত করা হয়েছে সেগুলো গিয়ার পরিবর্তন কে আরও স্মুথ করবে ।

Lifan KPR165R এ নতুন ভাবে এখানে যুক্ত করা হয়েছে  KEIHIN PZ30 কার্বুরেটর, যা এর ফুয়েল ইফেসিয়েন্সিকে আরও বাড়িয়ে তুলবে । সুইং আর্মের ক্ষেত্রেও এসেছে পরিবর্তন, এখন সেটা অনেকটা লিফান কেপিটি এর মত । এছাড়া এর চাকার রিম গুলো লিফান কেপিএস এর মত ও এর সাথে রয়েছে ১৩০ সেকশন রেয়ার টায়ার, যা আমরা মিস করেছিলাম যখন আমরা এফআই ভার্সনটি টেস্ট রাইড করেছিলাম ।

ফিচার বিজ্ঞাপন

Cairo & Luxor 5D/4N

মূল্য: 62,900 Taka

US Student Visa

মূল্য: 5,000 Taka

US Visa (Spouse)

মূল্য: 5,000 Taka

বাইকটির রেয়ার চেইন স্পোকেট আগের চেয়ে বড় হয়েছে ও এর দাত হচ্ছে ৪৯টি এবং আরও যুক্ত করেছে নতুন চেইন । আশা করা যাচ্ছে আগের এর কারনে আগের ভার্সনটিতে যেই চেইন ইস্যু গুলো ছিল তা কমে আসবে । বর্তমানে বাইকটি তিনটি কালারে পাওয়া যাচ্ছে । আর এর দাম ধরা হয়েছে ১৯৯,০০০/- টাকা ।

সৌজন্যেঃ বাইকবিডি

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



১,৮৫৯ বার পড়া হয়েছে