আগামী ২৫ জুলাই আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ‘গাঙচিল’। উড়োজাহাজটি আনতে যুক্তরাষ্ট্রে বোয়িং অফিস সিয়াটলে গেছেন বিমানের পরিকল্পনা বিভাগের পরিচালকের নেতৃত্বে ২৪ জন কর্মকর্তা।

বিমান সূত্রে জানা গেছে, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, বিমান পরিচালনা পর্ষদের দুইজন সদস্য, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দুই কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা, সোনালী ব্যাংকের একজন কর্মকর্তা, বিমানের ফ্লাইট সার্ভিস থেকে পাঁচজন, ফ্লাইট অপারেশন থেকে তিনজন এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের ছয়জন উড়োজাহাজটি আনতে যুক্তরাষ্ট্র গেছেন।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে চারটি বোয়িং ৭৮৭-৮ (ড্রিমলাইনার) উড়োজাহাজ কিনতে ২০০৮ সালে চুক্তিবদ্ধ হয় বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর মধ্যে দুটি বিমানের বহরে যুক্ত হয়েছে গত বছর। তৃতীয়টিকে নিয়ে আগামী সপ্তাহেই দেশে ফিরছে বিমানের প্রতিনিধি দল।

এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, বহরের তৃতীয় ড্রিমলাইনার উড়োজাহাজটি আনতে বিমানের একটি প্রতিনিধি দলের যুক্তরাষ্ট্র যাওয়ার কথা রয়েছে। প্রতিনিধি দলের সদস্যরা সিয়াটল থেকে উড়োজাহাজটি বুঝে নিয়ে দেশে ফিরবেন।

ফিচার বিজ্ঞাপন

দুবাই ও মিশর ৭দিন ৬ রাত

মূল্য: ৩৯,৯০০ টাকা

Siem Reap Cambodia 4D/3N

মূল্য: 26,900 Taka

Hanoi, Halong, Halong Bay Cruise 5D/4N

মূল্য: 32,900 Taka

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্র জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত এয়ারলাইনস সংস্থাটির বহরে চতুর্থ ড্রিমলাইনার যুক্ত হবে সেপ্টেম্বরে। ড্রিমলাইনারগুলো বহরে যুক্ত হলে সেগুলো দিয়ে আপাতত তিনটি নতুন আন্তর্জাতিক রুটের ফ্লাইট চালুর পরিকল্পনা নিয়েছে বিমান কর্তৃপক্ষ। রুট তিনটি হচ্ছে ঢাকা-গুয়াংজু, ঢাকা-মদিনা ও ঢাকা-কলম্বো। তিনটি রুটেই প্রতিদিন ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে বিমানের।

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে নিজস্ব উড়োজাহাজ রয়েছে আটটি। এর মধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর মডেলের উড়োজাহাজ আনা হয় ২০১১ থেকে ২০১৪ সালের মধ্যে। বর্তমানে এগুলো পালকি, অরুণ আলো, আকাশ প্রদীপ ও রাঙা প্রভাত নামে চলমান রয়েছে। পরবর্তী সময়ে ২০১৫ সালের নভেম্বরে আনা হয় বোয়িং ৭৩৭-৮০০ মডেলের নতুন আরো একটি উড়োজাহাজ, যার নাম দেয়া হয়েছে ‘মেঘদূত’। ২০১৫ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে বিমানের বহরে যোগ হয়েছে বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’। গত বছর বিমানবহরে যুক্ত হয় নতুন দুটি ড্রিমলাইনার। এগুলোর নাম রাখা হয়েছে ‘আকাশবীণা’ ও ‘হংসবলাকা’। নিজস্ব উড়োজাহাজের পাশাপাশি বিমানের বহরে লিজ নেয়া উড়োজাহাজ রয়েছে সাতটি। এর মধ্যে বোয়িং ৭৩৭ রয়েছে চারটি ও ড্যাশ-৮ রয়েছে তিনটি।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছে

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...



৮৬৬ বার পড়া হয়েছে