ডেঙ্গির নতুন ধরন ‘ডেনভি-৩-এর দাপটে বাড়ছে শনাক্ত রোগীর সংখ্যা। এমন তথ্যই জানিয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। রোববার ডেঙ্গি ভাইরাসের জিনোম সিকোয়েন্সিংয়ের তথ্য প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিসিএসআইআরের গবেষণাগারে ২০ জন ডেঙ্গি রোগীর নমুনা থেকে ভাইরাসের জিনবিন্যাস বিশ্লেষণ করে দেখা গেছে, তারা সবাই ডেঙ্গি ভাইরাসের ডেনভি-৩ ধরনে আক্রান্ত ছিলেন।

২৪ ঘণ্টায় ডেঙ্গি আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর এ রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে। একদিনে নতুন করে আরও ২৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকার বাইরে ৫০ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ নিয়ে দেশে মোট নয় হাজার ৮৫৭ জনের ডেঙ্গি ধরা পড়েছে, যার মধ্যে সাত হাজার ১৯৯ জনের ধরা পড়েছে চলতি মাসে। মোট শনাক্তের মধ্যে ৭৭১ জন ঢাকার বাইরের বাসিন্দা। এখন পর্যন্ত এক হাজার ২৩ জন রাজধানীর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি ১৪৩ জন।

জিনোম সিকোয়েন্সিংয়ের তথ্য প্রকাশ অনুষ্ঠানে বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক আফতাব আলী বলেন, ডেঙ্গির মিউটেশন সংক্রান্ত তেমন গবেষণা না থাকায় এসব মিউটেশনে ডেঙ্গি ভাইরাসের সংক্রমণের প্রভাব শনাক্ত করা সম্ভব হয়নি। এ গবেষণার জন্য রাজধানীর শুধু একটি হাসপাতাল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সারা দেশে ডেঙ্গির বিস্তৃতি জানার জন্য আরও অধিক সংখ্যক জিনোম সিকোয়েন্সিং করা প্রয়োজন। ডেঙ্গি ভাইরাসের জীবন রহস্য উন্মোচনের ফলে সহজে এর চিকিৎসা সম্ভব হবে।

অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদন তুলে ধরেন সংস্থাটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক সেলিম খান। তিনি বলেন, আমরা ২০টি নমুনার সিকোয়েন্সিং করে দেখেছি, প্রতিটি ডেনভি-৩। এ সেরোটাইপ-৩ এর মাধ্যমে ঢাকার রোগীরা বেশি আক্রান্ত হচ্ছে। যারা আক্রান্ত হচ্ছে, দ্রুত তাদের প্লাটিলেট কমে যাচ্ছে। মায়ের বুকের দুধ ও রক্ত আদান-প্রদানের মাধ্যমেও ডেঙ্গির সংক্রমণ ঘটে বলে সাম্প্রতিক এক গবেণষণায় তথ্য মিলেছে বলে জানান তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইরোলোজি বিভাগের প্রধান সাইফ উল্লাহ মুন্সী বলেন, দেশে গত দশ বছরে ডেনভি-১ ও ২ সেরোটাইপে মানুষ বেশি আক্রান্ত হয়েছে। এবার দেখা যাচ্ছে ডেনভি-৩ ধরনই বেশি। দেশে এই ধরন প্রথম শনাক্ত হয় ২০১৭ সালে। যারা আগে ডেনভি-১, ২ এ আক্রান্ত হয়েছেন, তারা নতুন করে ডেনভি-৩ আক্রান্ত হলে সংকটাপন্ন অবস্থায় পড়েছেন। তাই এবার মৃত্যু বেশি হচ্ছে বলে জানান এ বিশেষজ্ঞ চিকিৎসক। তবে একবার ডেঙ্গি হলে দ্বিতীয়বার আক্রান্ত হতে অন্তত এক বছর সময় লাগে। প্রথমবার ডেঙ্গি আক্রান্ত হলে জ্বর ছাড়া তেমন কোনো লক্ষণ প্রকাশ হয় না। কিন্তু দ্বিতীয়বার আক্রান্ত হলে এই ভাইরাসে মৃত্যুহার বেড়ে যাবে। ডেঙ্গি ভাইরাসের চারটি ধরনের মধ্যে ডেনভি-১ ও ৪ এর ক্ষতি করার ক্ষমতা ডেনভি-২ ও ৩ এর তুলনায় বেশি বলেও তিনি জানান।

ফিচার বিজ্ঞাপন

পানাম সিটি প্রাইভেট ডে লং ট্যুর

মূল্য: ৯০০ টাকা জন প্রতি

Domain Registration

মূল্য: ১,৫০০ টাকা

বিসিএসআইআরের ডেঙ্গি জিনোম সিকোয়েন্সিং ভবিষ্যতে টিকা উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন সাইফ উল্লাহ মুন্সী। অন্যদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান অনুষ্ঠানে বক্তব্য দেন।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



২১৪ বার পড়া হয়েছে