এসিআই মোটরস লিমিটেড নতুন বছর অনেক বড় একটি ধামাক দিয়ে শুরু করতে যাচ্ছে । এই অফারটি একটি ক্যাশব্যাক অফার এবং এই অফারটি ২০২০ এর পুরো জানুয়ারী মাস জুড়ে চলবে ।

Yamaha Rev Up Even এই অফারে ইয়ামাহা তাদের জনপ্রিয় কিছু প্রিমিয়াম কোয়ালিটির মোটরসাইকেলে দিচ্ছে ক্যাশব্যাক অফার । এই অফারের মধ্যে থাকে কাস্টোমারেরা বাইক কেনার পর বাইকের সাথে পাবেন দারুন কিছু গিফটস ।

Yamaha Rev Up Even Offer – 2020

ModelPriceCashback
R15 Monster495,00016,000
R15 V3485,00016,000
MT15435,00016,000
FZS V3277,00016,000
FZ V3265,00016,000
Fazer271,00016,000
FZ-S DD245,0016,000
Saluto SE129,0006,037
Saluto128,0006,037
NMax425,00016,000
Ray ZR Street Rally165,0003,060

R15 Monster, R15 V3, MT15, Fazer, FZS V3, FZ V3, FZ-S V2, এবং NMax  বাইকে ইয়ামাহা দিচ্ছে সর্বোচ্চ ১৬,০০০/- টাকা পর্যন্ত ক্যাশব্যাক । ইয়ামাহা তাদের কমিউটার সেগমেন্টের মোটরসাইকেল ইয়ামাহা স্যালুটো স্পেশাল এডিশন ও ইয়ামাহা স্যালুটো বাইকে দিচ্ছে ৬,০৩৭/- টাকা পর্যন্ত ক্যাশব্যাক ।

এছাড়া ইয়ামাহা তাদের স্কুটার Yamaha Ray ZR Street Rally তে দিচ্ছে ৩,০৬০/- টাকার ক্যাশব্যাক ।

এই অফারের সাথে ইয়ামাহা তাদের মোটরসাইকেলের সাথে দিচ্ছে দারুন কিছু গিফটস । R15 Monster এবং R15 V3 বাইকটি ক্রয় করেন তবে তিনি পেয়ে যাবেন একটি ফ্রী রাইডিং স্যুট । এছাড়া যারা -MAX, MT-15, Fazer V2, FZ-S DD, FZ-S V3, FZ V3, RAY ZR, Saluto & Saluto SE বাইক গুলোর মধ্যে যেকোন একটি ক্রয় করেন তবে পেয়ে যাবে একটি উইন্ড ব্রেকার ফ্রী ।

অপরদিকে ইয়ামাহা রাইডিং ক্লাব (YRC) আয়োজন করতে যাচ্ছে বাইকারদের জন্য শীতকালী গেট টু গেদার । এই বছরে বাইকারদের জন্য এটি প্রথম কোন ইভেন্ট হতে যাচ্ছে । এই ইভেন্টটি আয়োজন করা হচ্ছে বাইকারদের নতুন বছর এবং শীতকালীন একটা উৎসব হিসেবে । ইভেন্টের তারিখ হচ্ছে ৩ জানুয়ারী ২০২০ । ইভেন্টের স্থান হচ্ছে ৩০০ ফিট বালুর ব্রীজ ।

ফিচার বিজ্ঞাপন

বেইজিং ৪ দিন ৩ রাত

মূল্য: ৪৩,৯০০ টাকা

Canada Visa for Businessman

মূল্য: 10,000 Taka

দুবাই ও তুরস্ক ৭দিন ৬ রাত

মূল্য: ৫৫,৯০০ টাকা

এই ইভেন্টে অংশ নিতে হলে প্রথমে বাইকারদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে । রেজিস্ট্রেশনের জন্য একটি ফি নির্ধারন করা হয়েছে । যারা একাকী যাবেন তাদের জন্য ৩০০/- টাকা, কাপলদের জন্য ৫০০/- টাকার ফি নির্ধারন করা হয়েছে । তবে যারা Yamaha RX100 ব্যবহার করে থাকেন তাদের জন্য ইয়ামাহা একটি বিশেষ ব্যবস্থা করেছে ।

Yamaha RX100 যারা রাইড করেন তারা একটি নাম মাত্র ফি এর মাধ্যমে এই ইভেন্টে অংশ গ্রহন করতে পারেন । তারা পিলিয়নসহ ১০০/- টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে ইভেন্টে অংশ নিতে পারবেন । এই ইভেন্টে স্পোর্টস, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিনার ও র‍্যাফেল ড্র এর ব্যবস্থা রাখা হয়েছে ।

নতুন বছরের শুরুটা এসিআই মোটরস লিমিটেড ধামাক অফার দিয়ে শুরু করতে যাচ্ছে । আশা করা যাচ্ছে এই বছর আমরা আরও অনেক কিছুই দেখতে পাবো এই বছর । এই বছরটি মোটরসাইকেল কোম্পানি এবং বাইকারদের জন্য একটি দারুন একটি বছর হতে যাচ্ছে ।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনুন

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনু...



৫২১ বার পড়া হয়েছে