আপনার নতুন বিজনেস আইডিয়া যেটাই হোক না কেন, আপনাকে প্রথমেই এই সিদ্ধান্তটি নিতে হবে। আইডিয়া ভাবতে বুদ্ধি, জ্ঞান, আর কল্পনাশক্তি ছাড়া আর কিছুই লাগে না। এগুলো খুবই মূল্যবান বস্তু হলেও এগুলোর জন্য আপনার কাউকে টাকা দিতে হবে না, বা কোনও জিনিস স্থাপন করতে হবে না।

ভাবার সময়ে যে কোনও আইডিয়াই দারুন মনে হয়। এটি একটি সৃষ্টিশীল কাজ, এবং সৃষ্টিশীলতা কাজে লাগানোর আনন্দ এই কাজে পুরোপুরি পাওয়া যায়। কিন্তু এই আনন্দের ছোট একটি খারাপ দিক হল, ভাবনার মূহুর্তে এর কমতি গুলো চোখে পড়বে না।

জেসন এর মতে, যে কোনও নতুন ব্যবসার আইডিয়া মাথায় আসলে প্রথমে ভেবে দেখুন, এর জন্য আপনাকে কি কি ছাড়তে হবে, কতটা মেধা, পরিশ্রম ও অর্থ খরচ করতে হবে – এবং এগুলো করার ক্ষমতা আপনার আছে কিনা। এবং এটার পেছনে এগুলো খরচ করলে সময়ে সেগুলো থেকে কিরকম লাভ হতে পারে। সেইসাথে এটাও চিন্তা করতে হবে – এই আইডিয়া থেকে একটি স্থায়ী ইনকামের ব্যবস্থা হবে কি হবে না।

এছাড়া, বাজারে আপনার আইডিয়ার সম্ভাব্য চাহিদাও যাচাই করতে হবে। প্রয়োজনে খুব অল্প পরিসরে আইডিয়াটি বাস্তবায়ন করে তার প্রভাব পরীক্ষা করতে পারেন। এই পরীক্ষার পর আপনাকে বুঝতে হবে যে আইডিয়াটিতে কি কি পরিবর্তন আনা দরকার, অথবা কোনও পরিবর্তন আনলেও কি সেটা শেষ পর্যন্ত মানুষ গ্রহণ করবে কিনা।

ফিচার বিজ্ঞাপন

চায়না ভিসা (চাকুরীজীবী)

মূল্য: ১০,০০০ টাকা

Sheraton Maldives Full Moon Resort 3D/2N

মূল্য: ৬৬,৯০০ টাকা

Cairo, Alexandria & Sharm El Sheikh 6D/5N

মূল্য: 57,900 Taka

যাদের মাথায় আইডিয়া আসে, তাদের মাথায় একটার পর একটা আইডিয়া আসতেই থাকে। আপনার মস্তিষ্কও যদি এমন উন্নত মানের হয়, তবে তার সৃষ্টিশীল অংশের পাশাপাশি লজিক্যাল বা এ্যানালাইটিক্যাল অংশকেও কাজে লাগান। যে কোনও আইডিয়া মাথায় আসার পর সাথে সাথে কিছু না করে, কয়েকদিন অপেক্ষা করুন। উত্তেজনা কমে গেলে তারপর ঠান্ডা মাথায় ভাবুন – সেটি কি আসলেই বাস্তবায়ন যোগ্য কি না। যদি না হয়, তবে ঘাবড়াবার কিছু নেই। ভাবতে থাকুন; আরও নতুন বিজনেস আইডিয়া অবশ্যই আসবে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছে

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...



৬৯৭ বার পড়া হয়েছে