ভারতের বাজারে প্রবেশ করল চিনের মোটরসাইকেল কোম্পানি CFMoto। ভারতে চারটি নতুন মোটরসাইকেল লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। এই মোটরসাইকেলগুলি হল CFMoto 300 NK, 650 NK, 650 MT আর 650 GT। 2.29 লক্ষ টাকা থেকে 5.49 লক্ষ টাকা দামে এই মোটরসাইকেলগুলি ভারতে এসেছে। বেঙ্গালুরুর AMW Motorcycles এর সাথে হাত মিলিয়ে ভারতে এই মোটরসাইকেল তৈরী করবে চিনের কোম্পানিটি। যন্ত্রাংশ আমদানি করে হায়দ্রাবাদের কারখানায় জোরা লাগানোর কাজ হবে।
ভারতে CFMoto এর এন্ট্রি লেভেল মোটরসাইকেল CFMoto 300 NK। KTM 250 Duke আর Yamaha FZ25 এর সামনে কড়া প্রতিযোগীতার সম্মীখীন হবে এই মোটরসাইকেল। CFMoto 300 NK তে থাকছে মিনিমাল বডি ওয়ার্ক, LED হেডল্যাপ, TFT ইন্সট্রুমেন্ট কনসোল আর চওড়া হ্যান্ডেলবার। মোটরসাইকেলে থাকছে 17 ইঞ্চি অ্যালয় হুইল আর ডুয়াল চ্যানেল ABS। CFMoto 300 NK মোটরসাইকেলের 292 cc ইঞ্জিনে থাকছে 33 bhp শক্তি আর 20.5 Nm টর্ক। সাথে থাকছে 6 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। CFMoto 300 NK এর ওজন 151 কিলোগ্রাম।
এছাড়াও লঞ্চ হয়েছে CFMoto 650 NK, 650 MT আর 650 GT। 650 NK একটি স্ট্রিট ফাইটার, 650 MT একটি অ্যাডভেঞ্চার ট্যুরার আর 650 GT একটি স্পোর্টস ট্যুরার। এই তিনটি মোটরসাইকেলে থাকছে একটি 649 cc ইঞ্জিন। তবে প্রত্যাক মোটরসাইকেলে এই ইঞ্জিনে আলাদা টিউনিং থাকছে। 650 NK মোটরসাইকেলে 60 bhp শক্তি আর 56 Nm টর্ক পাওয়া যাবে। CFMoto 650 MT অ্যাডভেঞ্চার ট্যুরারে থাকছে 69 bhp শক্তি আর 62 Nm টর্ক। এই মোটরসাইকেলের ওজন 213 কিলোগ্রাম। অন্যদিকে 650 NK এর ওজন 206 কিলোগ্রাম। CFMoto 650 GT তে সর্বোচ্চ 60 bhp শক্তি আর 58.5 Nm টর্ক।
তিনটি মোটরসাইকেলেই থাকছে 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। সামনে ও পিছনের চাকায় থাকছে ডিস্ক ব্রেক। এছাড়াও ডুয়াল চ্যানেল ABS। 650 GT আর 650 NK মোটরসাইকেলের সামনে থাকছে টেলিস্কোপিক ফর্ক পিছনে থাকছে মোনোশক সাসপেনশন। অন্যদিকে 650 MT মোটরসাইকেলের সামনে থাকছে USD ফর্ক আর পিছনে থাকছে মোনোশক সাসপেনশন।0Comments
ফিচার বিজ্ঞাপন
ইস্তানবুল ৪দিন ৩ রাত
রাশিয়া ভিসা প্রসেসিং (বিজনেসম্যান)
বালি ৫দিন ৪ রাত
হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, মুম্বাই, পুনে ও চেন্নাই এর AMW ডিলারশিপ থেকে পাওয়া যাবে নতুন CFMoto মোটরসাইকেলগুলি।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
৭১৩ বার পড়া হয়েছে