করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নাটোরের উত্তরা গণভবন ও রাণী ভবানীর রাজবাড়ী আগামী ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। নাটোর জেলা প্রশাসনের ফেসবুক পেজের মাধ্যমে জানানো হয়, বিদ্যমান পরিস্থিতিতে সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে আগামী ১১ এপ্রিল অথবা পরবর্তী সময়ে নির্দেশনা না দেওয়া পর্যন্ত উত্তরা গণভবন ও রাজবাড়ী দর্শনার্থীদের জন্য সাময়িক বন্ধ থাকবে।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, জনস্বার্থে সরকার এসব স্থাপনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতির কারণে আগে থেকে সিদ্ধান্ত জানানো সম্ভব হয়নি। তবে নির্দেশনা পাওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তরা গণভবন ও রাজবাড়ি বন্ধ রাখার বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও স্থাপনা দুটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এর আগে লালপুরের গ্রিন ভ্যালি পার্কও বন্ধ ঘোষণা করা হয়।
Source: Ittefaq
ফিচার বিজ্ঞাপন
Singapore Tour with Universal Studio 4D/3N
Australia Visa for Lawyer
Water Lodge
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
২৮৩ বার পড়া হয়েছে




