আমি কিছুদিন আগে ভুটান সম্পর্কে লিখেছিলাম। সব দিক দিয়ে আমাদের দেশের পাশের একটি চমৎকার দেশ। তা সত্ত্বেও খুব একটা আলোচনা হয় না দেশটি সম্পর্কে। অনেকে ইউরোপ বা আমেরিকায় যেতে পাগল অথচ রয়েছে বাড়ির পাশে কী সুন্দর একটি দেশ। জানি না কতজন সেখানে যেতে পাগল। সময় এবং সামর্থ্য থাকলে ঘুরে আসুন ভুটান। দেখবেন ভালো লাগবে।
বর্তমানে বাংলাদেশের অনেকেই কানাডায় যেতে পাগল। কারণ সেখানে ইংরেজি ভাষার প্রচলন। কেউ পড়াশোনা, কেউ চাকরি, কেউ আবার দেশের অর্থ পাচার করে সেখানে বেগম পাড়া তৈরি করে বসবাস করছে। শুনেছি দেশের টাকা পাচার করতে যারা সাহায্য করেন তাদের মধ্যে দূতাবাসও জড়িত।
যদি তথ্যটি সত্য হয় তবে কেন এর প্রতিবাদ হয় না? দূতাবাসের সাহায্যে দেশের অর্থ পাচার করে বিদেশে অনেকেই প্রতিষ্ঠিত। সেক্ষেত্রে বাংলাদেশের সব দূতাবাসের কাজ কী এবং কী দায়িত্ব তাদের পালন করার কথা, আর কী করছে তারা সে বিষয় তদন্ত করতে কর্তৃপক্ষকে অনুরোধ করে গত কয়েকদিন আগে লিখেছি। দেখা যাক কর্তৃপক্ষ কী করেন।
দেশকে সোনার বাংলা করতে হলে সবাইকে কাজ করতে হবে যার যার জায়গা থেকে। আসছে স্বাধীনতার মাস, পঞ্চাশ বছরের পূর্ণরূপ ধারণ করবে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে, ভাবতেই গা শিউরে উঠছে। শুধু গা শিউরে উঠলেই হবে না।
দেশকে, দেশের মানুষকে বিশ্বের বুকে সম্মানের সঙ্গে তুলে ধরতে হবে। অতীতের সমস্ত গ্লানির বিসর্জন দিতে হবে আর উৎসর্গ করতে হবে আমাদের নিবেদিত প্রাণ দেশের সর্বাঙ্গীণ উন্নয়নে।
আসুন এবার কানাডা সম্পর্কে একটু জানি। দেশটি আমেরিকার পাশে অবস্থিত, স্বাভাবিকভাবেই তারা সব সময় আমেরিকার মতো এমনকি তাদের চেয়ে উন্নতমানের মন-মানসিকতার সাথে একটি আউটস্ট্যান্ডিং দেশ হিসেবে পরিচিত হতে চায়। কানাডা গত কয়েক বছর ধরে চমৎকার পারফরমেন্স করে চলেছে। গণতন্ত্রের বেস্ট প্রাকটিস এবং জনগণের মৌলিক অধিকারের প্রতি যথেষ্ট রেসপেক্ট দেখাতে পেরেছে।
কানাডা প্রায় দশ বছর ধরে শিক্ষা প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। তারা শিক্ষা প্রশিক্ষণের শুরুতেই খেলাধুলোর ওপর গুরুত্ব দিয়েছে বেশি। যাতে করে দেশের জনগণকে হাসপাতাল এবং ডাক্তারের সংস্পর্শে খুব বেশি আসা না লাগে। খেলাধুলোকে শিক্ষা প্রশিক্ষণের অন্যান্য বিষয়ের মত গুরুত্ব দেবার কারণে দেখা যাচ্ছে কানাডা বিশ্বের প্রথম স্থানটি দখল করতে চলেছে বিভিন্ন স্পোর্টসে।
ফিচার বিজ্ঞাপন
Paradise island, Maldives, 4D/3N
জাপান ভিসা প্রসেসিং (বিজনেসম্যান)
Toyota Allion 2014 G Package
গত দশ বছর আগে শিক্ষা-প্রশিক্ষণের এই ভিন্নধর্মী পরিবর্তনের কারণে আজকের কানাডার নতুন প্রজন্ম বিশ্বের উদীয়মান তারকাদের শীর্ষে। ভুটান এবং কানাডাকে বেঞ্চ মার্কিং হিসেবে ব্যবহৃত করা যেতে পারে বাংলাদেশের শিক্ষা প্রশিক্ষণের পরিবর্তনে, যা নিঃসন্দেহে হতে পারে শিক্ষার দিকনির্দেশনার জন্য একটি চমৎকার উপায়।
অন্যদিকে একটি বিষয় খেয়াল রাখতে হবে সেটা হলো আমরা বসবাস করছি ভারতের পাশে। পাশের দেশ হিসেবে সম্পর্কটি সরকারিভাবে ভালো হলেও জনগণের মতামতটি ভিন্ন। যার ফলে সারাক্ষণ কিছু না কিছু আলোচনা হয়।
ভালোর চেয়ে খারাপ খবরের প্রচলন হয় বেশি। খারাপ খবরগুলো সহজে ছড়ানো যায়। আবার ডকুমেন্ট বা সঠিক তথ্য ছাড়া খবর প্রচার করা বেশ সহজ। যার ফলে সর্বত্রই যে বিষয়গুলো লক্ষ্যণীয় তা হলো গুজব। তারপর দেশের খবরের টপ লিস্টে কী কী জিনিস সর্বাধিক পাঠকের নজর কাড়ে দেখেছেন কি কখনও ভেবে?
লেখক: রহমান মৃধা, সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), ফাইজার, সুইডেন থেকে, rahman.mridha@gmail.com
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...
২৯০ বার পড়া হয়েছে




