নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৬৪ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৮.৭৭ শতাংশ। মঙ্গলবার (৬ জুলাই) এ তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২৩টি। এ নিয়ে নারায়ণগঞ্জে করোনা পজেটিভ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৬১৬ জন এবং এ পর্যন্ত মারা গেছেন ২২৫ জন। একদিনে সুস্থ হয়েছেন আরও ২২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩৭৮ জন।

২৪ ঘণ্টায় আক্রান্তের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ৫১ জন, বন্দর উপজেলায় ৪২ জন, সদর উপজেলায় ২৪ জন, রূপগঞ্জ উপজেলায় ২২ জন, সোনারগাঁও উপজেলায় ১৪ জন এবং আড়াইহাজার উপজেলায় ১১ জন শনাক্ত হয়।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, নারায়ণগঞ্জে ভ্যারিয়েন্ট শনাক্তের কোনো ব্যবস্থা নেই তবে যেহেতু কেন্দ্রীয়ভাবে জানানো হয়েছে আক্রান্তের ৮০ ভাগ ভারতীয় ভ্যারিয়েন্ট তাই নারায়ণগঞ্জেও এই ভ্যারিয়েন্ট আছে। আমাদের অসাবধানতার কারণে দিন দিন আক্রান্ত বাড়ছে।

ফিচার বিজ্ঞাপন

ব্রুনাই ভিসা

মূল্য: ৫,০০০ টাকা

Source: banglanews24

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



২৭০ বার পড়া হয়েছে