ঢাক ঢোল না পিটিয়ে নিঃশব্দে নতুন i20 Active লঞ্চ করল Hyundai। 2019 Hyundai i20 Active এর দাম 7.74 লক্ষ টাকা। ইতিমধ্যেই কোম্পানির ওয়েবসাইটে নতুন গাড়ি দেখা গিয়েছে। S, SX আর SX ডুয়াল টোন ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন i20 Active। আগের ভার্সানের থেকে মাত্র 2,000 টাকা বেশি দামে পাওয়া যাবে নতুন i20 Active। এই গাড়িতে রয়েছে রিভার্স পার্কিং সেন্সর, রিভার্স ক্যামেরা, স্পিড অ্যালার্ট, সিট-বেল্ট রিমাইন্ডর।

2019 Hyundai i20 Active গাড়ির কেবিনে একটি 7 ইঞ্চি ডিসপ্লে থাকবে, নতুন Hyundai i20 Active গাড়িতে রয়েছে এলইডি ডে টাইম রানিং লাইট। সাথে থাকছে একজোড়া ফগ ল্যাম্প। নতুন i20 Active এ থাকছে এলইডি টেল ল্যাম্প, শার্ক ফিন অ্যান্টেনা, ডায়মন্ড কাট অ্যালয় হুইল।

গাড়ির কেবিনে থাকছে একটি 7 ইঞ্চি ইনফোটেইনমেন্ট সিস্টেম। সেখানে Apple CarPlay আর Android Auto সাপোর্ট থাকবে। থাকছে পুশ বাটন স্টার্ট, কি-লেস এন্ট্রি, অটো ক্লাইমেট কন্ট্রোল, ওয়্যারলেস চার্জিংয়ের মতো ফিচার। 2019 Hyundai i20 Active গাড়িতে থাকছে ডায়মন্ড কাট অ্যালয় হুইল

পেট্রল ও ডিজেল ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন Hyundai i20 Active। পেট্রল ভেরিয়েন্টে থাকছে একটি 1.2 লিটার পেট্রল ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ 82 bhp শক্তি আর 115 Nm টর্ক পাওয়া যাবে। সাথে থাকছে 6 স্পিড ম্যানুয়াল গিয়ার-বক্স।0Comments

ফিচার বিজ্ঞাপন

Siem Reap Cambodia 4D/3N

মূল্য: 26,900 Taka

Cairo & Luxor 5D/4N

মূল্য: 62,900 Taka

Australia Visa (for Private Service Holder)

মূল্য: 20,000 Taka

অন্যদিকে ডিজেল ভেরিয়েন্টে i20 Active গাড়িতে থাকছে 1.4 লিটার ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ 89 bhp শক্তি আর 220 Nm টর্ক পাওয়া যাবে। শুধুমাত্র  SX ভেরিয়েন্টে ডিজেল i20 Active কেনা যাবে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনুন

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনু...



৬২৮ বার পড়া হয়েছে