বাংলাদেশে ব্যক্তিগত গাড়ি তৈরিতে টাটার সঙ্গে যৌথভাবে বিনিয়োগ করবে নিটল-নিলয় গ্রুপ। আগামী তিন বছরের মধ্যে কারখানা স্থাপন করে গাড়ি তৈরি করতে চায় তারা। নিটল-নিলয় গ্রুপের কিশোরগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে ৫০০ কোটি টাকা ব্যয়ে এ কারখানা করা হবে। প্রথম বছরেই টাটার নতুন মডেল ‘নিক্সন’ গাড়ি সংযোজন শুরুর পরিকল্পনা করছে দীর্ঘদিন থেকে একসঙ্গে গাড়ি ব্যবসায় জড়িত এ দুই কোম্পানি।

ভারতের টাটা মোটরসের বাণিজ্যিক ও ব্যক্তিগত গাড়ি দীর্ঘদিন থেকে এ দেশে বাজারজাত করে আসছে নিটল মোটরস। টাটা ন্যানো ও ন্যানো টুইস্টের পর এবার নতুন মডেলের ‘টাটা নিক্সন’ গাড়ি বাজারজাত করবে প্রতিষ্ঠানটি। আগামী শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এ মডেলের গাড়ির বাজারজাত কার্যক্রম উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ ছাড়া টাটা ও নিটল মোটরসের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

টাটা নিক্সন নতুন মডেলের আধুনিক এই গাড়ি সম্প্রতি বাজারে এসেছে। স্বয়ংক্রিয় এ গাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ সুবিধা রয়েছে। গাড়িতে প্রজেক্টর হেডলাইট ও এলইডি টেইল লাইট রয়েছে। এ ছাড়া ফ্লোটি ড্যাস টপ টাচ স্ট্ক্রিন আছে। ডিজেল ও পেট্রোল ইঞ্জিন ভেদে এ গাড়ি প্রতি লিটারে ১৭ থেকে সাড়ে ২১ কিলোমিটার চলবে। গাড়িটি কমলা, লাল, নীল, সিলভার, ধূসর ও সাদা- এ ছয় রঙে পাওয়া যাবে। মডেল ভেদে নিক্সন প্রতিটি গাড়ি ভারতের বাজারে ৬ লাখ ১৬ হাজার রুপি থেকে ১১ লাখ ৯৮ হাজার রুপিতে বিক্রি হচ্ছে। নতুন গাড়ির কর বেশি হওয়ায় দেশের বাজারে এটির দাম কিছুটা বাড়তি, ২৫ লাখ টাকা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ সমকালকে বলেন, মধ্যবিত্তের উপযোগী টাটার এ নতুন মডেল শনিবার থেকে বাজারে ছাড়া হবে। জ্বালানি সাশ্রয়ী এই গাড়ি ক্রেতাদের আকর্ষণ করবে। তিনি বলেন, টাটা নিক্সন কার্জ নামের সর্বশেষ মডেলের গাড়ির দাম পড়বে ২৫ লাখ টাকা। তবে নিক্সন মডেলের অন্যান্য গাড়িও ক্রেতাদের চাহিদা মতো আনা হবে। নিক্সন গাড়ির সর্বনিম্ন দাম পড়বে ৭ লাখ থেকে ৩০ লাখ টাকা। ভারতের বাজারের তুলনায় দেশে দাম বেশি কেন জানতে চাইলে তিনি বলেন, নতুন গাড়ির কর বেশি হওয়ায় দাম কিছুটা বেশি পড়ছে।

তবে সরকার গাড়ি সংযোজনের সুবিধা দিলে এ দেশে অনেক বিদেশি কোম্পানি গাড়ি তৈরি করতে আসবে উল্লেখ করে মাতলুব আহমাদ বলেন, এ জন্য শুরুতে গাড়ি সংযোজনের সুবিধা দিতে হবে। এর পাঁচ বছর পর দেশে শুধু গাড়ি তৈরির জন্য কাঁচামাল আমদানির সুবিধা দিলে দেশে তৈরি গাড়ি কিনতে পারবেন ক্রেতারা।

ফিচার বিজ্ঞাপন

Day Long Package

মূল্য: ৩,০০০ টাকা

ব্রুনাই ভিসা

মূল্য: ৫,০০০ টাকা

Vietnam & Cambodia 7D/6N

মূল্য: 65,900 Taka

মাতলুব আহমাদ বলেন, বর্তমানে সম্পূর্ণ তৈরি নতুন মডেলের নিক্সন গাড়ি ২৫ লাখ টাকা দাম পড়লেও এক বছরের মধ্যে দেশে সংযোজন করা হবে। দেশে সংযোজন করা এই গাড়ির দাম পড়বে মাত্র ১৭ লাখ টাকা। তিন বছর পর দেশে সম্পূর্ণ তৈরি করা হলে এ মানের গাড়ি ১২ থেকে ১৪ লাখ টাকায় বিক্রি করা সম্ভব হবে। তিনি বলেন, শনিবার নতুন গাড়ি বাজারজাত কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে টাটার কর্মকর্তারা আসবেন। তাদের সঙ্গে এ দেশে গাড়ি তৈরির কারখানা করার বিষয়ে আলোচনা হয়েছে। শনিবার যৌথভাবে ব্যক্তিগত গাড়ি তৈরিতে ৫০০ কোটি টাকা ব্যয়ে কারখানা স্থাপনের প্রকল্প প্রস্তাব আনুষ্ঠানিকভাবে তাদের দেওয়া হবে।

নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আরও বলেন, বর্তমানে যশোরে একটি কারখানায় যৌথভাবে টাটা ও নিটল মোটরস বাণিজ্যিক গাড়ি সংযোজন করছে। এসব বাণিজ্যিক গাড়ি গত কয়েক বছর ধরে বিক্রি হচ্ছে। এবার ব্যক্তিগত গাড়ি তৈরির উদ্যোগ নিয়েছে নিটল-নিলয় গ্রুপ। তিনি বলেন, টাটা ব্র্যান্ডের বাস, মিনিবাস, ট্রাক, পিকআপ ও ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন গাড়ি বাজারজাত করছে নিটল মোটরস। সব মিলে বছরে টাটার প্রায় ২০ হাজার গাড়ি বিক্রি হচ্ছে।

দেশের বাজারে বছরে ২৫ হাজার ব্যক্তিগত গাড়ি কেনাবেচা হয়। আর বাণিজ্যিক গাড়ি বিক্রির পরিমাণ প্রায় ৩০ হাজার। দেশে গাড়ি তৈরি হলে এবং দাম সাশ্রয়ী হলে এর পরিমাণ দ্বিগুণ বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এর আগে ২০০৪ সালে বাংলাদেশে বড় বিনিয়োগ পরিকল্পনা নিয়ে এসেছিল টাটা। ওই বছর সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানিটি সার, বিদ্যুৎ, কয়লা ও ইস্পাত খাতের চারটি প্রকল্পে প্রায় ৩০০ কোটি ডলার বিনিয়োগ করতে চেয়েছিল। তবে তৎকালীন সরকারের সিদ্ধান্ত না পাওয়ায় তারা বিনিয়োগ প্রস্তাব প্রত্যাহার করে নেয়।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



১,০০২ বার পড়া হয়েছে