মিরপুর ১ নম্বর এলাকায় একটি নির্মাণাধীন ভবন পরিদর্শনে গিয়ে মেয়র মো. আতিকুল ইসলাম দেখতে পান, সেখানে ডেঙ্গুবাহক এডিস মশার প্রচুর লার্ভা রয়েছে। এ সময় ভবনমালিককে খুঁজে পাওয়া যায়নি। পরে এই ভবন-সংশ্লিষ্ট ব্যক্তিদের এক লাখ টাকা জরিমানা করা হয়।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে চলমান চিরুনি অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রমে সোমবার মিরপুর এলাকায় যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। বেলা ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত মেয়র ওই এলাকায় বিভিন্ন সড়কে সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি কয়েকটি ভবনও পরিদর্শন করেন।বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর ১ নম্বরে শাহ আলী মাজারের পাশেই একটি ভবন নির্মাণের কাজ চলছিল। সেখানে সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়ে মেয়র দেখতে পান, খুঁটি করার জন্য সেখানে যতটি গর্ত করা হয়েছে, সব গর্তেই পানি জমে আছে। সেখানে এডিস মশার প্রচুর লার্ভা রয়েছে। পরে মেয়রের উপস্থিতিতেই ভবনমালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।
মিরপুর এলাকায় জনসচেতনামূলক কার্যক্রমে গিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, কারও একার পক্ষে মশা নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। এ ক্ষেত্রে সচেতন নাগরিক হিসেবে নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকারি-বেসরকারি সব সংস্থাকেও এগিয়ে আসতে হবে।
আতিকুল ইসলাম বলেন, সুস্থতার জন্য সমাজের সর্বস্তরের জনগণকে ‘১০টায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ স্লোগানটি বাস্তবায়নের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে রূপান্তরিত করতে হবে।
ফিচার বিজ্ঞাপন
Manila & Angeles City 5D/4N
Kolkata – Gangtok (Sikkim) 5D/4N
Dubai (City tour- Dhow cruise- Desert safari) 4D/3N
উত্তর সিটির মেয়র বলেন, নিজেদের বাসাবাড়িতে ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, বিভিন্ন ধরনের খোলা প্যাকেট বা পাত্র, ছাদ কিংবা অন্য কিছুতে যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা-১৪ আসনের জাতীয় সংসদ সদস্য আগা খান মিন্টু, ঢাকা-১৬ আসনের জাতীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ, উত্তর সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান এবং স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
এদিকে আজ ভ্রাম্যমাণ আদালত চালিয়ে ২৭টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ৭৩ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়ছে বলে জানিয়ছেন সংস্থার জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম। সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তাররোধে সংস্থার ১০টি অঞ্চলে একযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। যাঁদের বাসাবাড়িতে এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে, তাঁদের জরিমানা করা হচ্ছে। পাশাপাশি সেখানে ওষুধ ছিটিয়ে দেওয়া হচ্ছে।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
২৯২ বার পড়া হয়েছে




