নির্মাণাধীন কাঠামোতে ভুল ধরা পড়লে দায়িত্বের সাথে যথাসম্ভব ঠিকভাবে কাজ করার চেষ্টা রাখতে হবে। কোনো সমস্যা দেখা দিলে সমস্যার কারণ লিপিবদ্ধ করে রাখতে হবে যাতে পরবর্তীতে এর কোনো পুনরাবৃত্তি না ঘটে। নির্মাণকাজ চলাকালীন এর সাথে সংশ্লিষ্ট সকলের সাথে সুষ্ঠু যোগাযোগ রাখতে হবে যাতে কোনো ক্ষেত্রে ভুল হলে সেটির প্রভাব অন্য ক্ষেত্রে না পড়ে। এতে করে ভুলের পরিমাণ অনেকটাই কমে যাবে। যেমন- কোনো খারাপ সামগ্রী দিয়ে কিছু জায়গার কাজ করার পর যদি তাতে সমস্যা দেখা দেয়, বা পরিকল্পনায় কোনো গরমিল হয় তবে অন্যদিকে তার প্রভাব কমানোর একমাত্র উপায় হলো ভালো যোগাযোগ রাখা। কোনো জায়গায় সমস্যা দেখা দিলে সেটির সমাধান সাথে সাথে করা না গেলেও যাতে পরবর্তীতে করা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। মেরামতির কাজ মূল্যায়নে সব পদক্ষেপ ঠিকভাবে নেয়া হয়েছে কিনা সেদিকেও আমাদের খেয়ালে রাখা উচিৎ। সবমিলিয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নির্মাণকাজের মতো জটিল এবং দীর্ঘস্থায়ী প্রক্রিয়ায় বিঘ্ন ও দীর্ঘসূত্রিতা লঘু করতে আসলে শুরু থেকেই যতটা সম্ভব ভুল এড়ানোর চেষ্টা করতে হবে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

ফিচার বিজ্ঞাপন

US Visa (Spouse)

মূল্য: 5,000 Taka

Manila 5D/4N

মূল্য: 49,900 Taka

Cairo, Alexandria & Sharm El Sheikh 6D/5N

মূল্য: 57,900 Taka


২৬১ বার পড়া হয়েছে