আজ নভেম্বর ২৯, ২০২০।
আজকের ট্রেডের ধরন থেকে বের করব নেক্সট ট্রেডিং দিনে কোন শেয়ার কিনলে ভালো হবে। আমাদের টার্গেট শেয়ার কিনে ম্যাচিউর হবার দিনেই সেটা বিক্রি করে ফেলা। এতে যে প্রফিট/লস যাই হোক। এই নিয়মে যদি কেউ ১০০ বার শেয়ারের বাই-সেল কমপ্লিট করে তবে ৭০টি কেসে নিশ্চিত প্রফিট হবে ইনশা-আল্লাহ। এর মানে বছরে ৫০টি বাই-সেল কমপ্লিট করে তাহলে ৩৫টিতে যে প্রফিট করবে তাতে বছরশেষে পোর্টফলিউতে নিশ্চিত ২০%+ প্রফিট থাকবেই। আমাদের এই সাইটের সাথে থেকে এই সার্ভিস বিনামূল্যেই পেতে পারেন। কোন পরামর্শ ফিসও লাগবে না।
আমি যেভাবে শেয়ার খুঁজে বের করি-
প্রথমে ঢাকা স্টক এক্সচেঞ্জ এর টপ ২০ শেয়ার (https://www.dsebd.org/top_20_share.php) থেকে প্রাথমিক চয়েস লিস্ট বের করব। এখানে তিন ভাবে টপ২০ শেয়ার আছে।
Top Twenty Shares by Value
Top Twenty Shares by Volume
Top Twenty Shares by Trade On
এখন এই লিস্ট থেকে প্রথমে সেই শেয়ারগুলি খুঁজে বের করব যেগুলো নীচের শর্ত পূরণ করে-
প্রথম স্টেপঃ তিনটি ক্যাটাগরির মাঝে Top Twenty Shares by Volume, Top Twenty Shares by Trade On কমপক্ষে দুইটিতেই কমন আছে।
দ্বিতীয় স্টেপঃ শুধুমাত্র ‘এ ক্যাটাগরির’ শেয়ার রেখে বাকিগুলি বাদ দিতে হবে।
তৃতীয় স্টেপঃ আজকের লাস্ট ট্রেডিং প্রাইস ও আজকের ক্লোজিং প্রাইসের মাঝে যেটি কম সেটি নিয়ে, গতকালের ক্লোজিং প্রাইসের তুলনা করব। করে যে শেয়ারগুলি পজেটিভ আছে সেইগুলির লিস্ট করব।
তাহলে আসুন দেখি, আজ কোন কোন শেয়ার আমাদের টার্গেট এর ছোট তালিকাতে আছে-
BEXIMCO
ফিচার বিজ্ঞাপন
Hanoi, Halong, Halong Bay Cruise 5D/4N
Dubai (City tour- Abu Dhabi tour) 4D/3N
জাকার্তা ও বালি ৭দিন ৬ রাত
MERCINS
NORTHRNINS
SPCERAMICS
এবার এই শেয়ারগুলির মাঝে যারা এ ক্যাটাগরি, RSI এর মান ৭০ এর নীচে, MACD ও Divergence চোখে পড়ার মত পজেটিভ আছে সেগুলো বের করি-
MERCINS
NORTHRNINS
আর চোখ রাখতে হবে-
BEXIMCO
শেষকথাঃ এবার আসি আসল জায়গাতে, এই চয়েস করা শেয়ার কিনতে হবে প্রতিদিন ২টার দিকে। এরকারন মাঝে মাঝেই শেয়ার মার্কেটে হুট করে বড় ধরনের ধস নামে। তাই ২টার দিকেই আপনি বুঝতে পারবেন ঐদিনে মার্কেটে কোন ধস নেমেছে কিনা। সাধারন নেগেটিভ হতে পারে (১% এর কম নেগেটিভ)। যদি কখনও এমন দেখেন যে ইনডেক্স ১% এর বেশি নেগেটিভ ও Issues Advanced এর থেকে Issues declined এর সংখ্যা বেশি সেইদিন কোন অবস্থাতেই শেয়ার কিনবেন না।
আর শেয়ার কেনার পর সবসময় প্রথম ম্যাচিউরদিনেই যদি দেখেন যে সেটা প্রফিট দিচ্ছে তাহলে চোখ বন্ধ করে প্রফিট টেক করে নিবেন। প্রয়োজন পড়লে বেশি দাম দিয়ে আবার সেটা সেই দিনেই কিনবেন।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
শক্তিশালী ইলেকট্রিক গ্রাইন্ডারের দাম জেনে নিন২৪৯ বার পড়া হয়েছে