সমস্যা: বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরপরই একটি মেয়ের সঙ্গে সম্পর্ক হয়। আমরা একে অপরকে জীবনসাথী হিসেবে গ্রহণ করি। সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ একদিন সে আমাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। বলল, ‘আমাকে বাঁচাও। তুমি আমাকে আজই বিয়ে করো।’ পরে জানতে পারলাম, সে অন্তঃসত্ত্বা। বিষয়টি আমি আমার পরিবারকে সহজভাবে বোঝাতে চেয়েছি। কিন্তু তারা কিছুতেই বুঝতে চাইল না। তারা বলছে, গর্ভের সন্তান আমার না হয়ে অন্য কারও তো হতে পারে। এ ছাড়া এ কথাও বলেছে, তাকে বিয়ে করলে আমার বাবা আমাকে ত্যাজ্যপুত্র করবে।
পরামর্শ: যে ঘটনাটি ঘটেছে, সেটি মোটেও কাঙ্ক্ষিত নয়। এটি আমাদের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধেরও পরিপন্থী বলে তোমার পরিবার এত বেশি প্রতিক্রিয়া দেখাচ্ছে। তবে তাদের মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখেই বলব যে এতে মেয়েটির প্রতি খুব অবিচার করা হচ্ছে। যেহেতু তাদের ছেলের ভুলের কারণেও এটি ঘটেছে, তাই মেয়েটির প্রতি সংবেদনশীলতা দেখানো তাদের কর্তব্য। আর তোমার তো এই সংকটের সময় মেয়েটির পাশে অবশ্যই থাকা উচিত। কীভাবে তুমি এই অসহায় মুহূর্তে তাকে সহায়তা দেবে, সেটি তোমাকেই বুঝে নিতে হবে। তোমাকে হতে হবে আরও সাহসী। পরিবার তোমাকে ত্যাগ করলেও তুমি তাদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে দৃঢ়ভাবে বলো যে তুমিও ওর এই অবস্থার জন্য শতকরা ৫০ ভাগ দায়ী। যেকোনো অবস্থাতেই ওকে তুমি সব ধরনের সহায়তা দিতে পিছপা হবে না। পরিবারের লোকজন যদি তোমাকে সত্যিই ভালোবাসে, তাহলে নিশ্চয়ই একদিন তোমার প্রতি তারা সদয় হবে, এই আশা রাখছি।
ফিচার বিজ্ঞাপন
Toyota Allion 2014 G Package
থাইল্যান্ড ভিসা (বেসরকারি চাকুরীজীবী)
জাকার্তা ও বালি ৭দিন ৬ রাত
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
৩৯৩ বার পড়া হয়েছে





